‘পুষ্পা টু’-এর ভাইরাল গানে তার ঝলমলে নাচ কিংবা ‘রবিনহুড’-এ দাপুটে উপস্থিতি-দুটি ক্ষেত্রেই নিজের দখলদারি দেখিয়েছেন শ্রীলিলা। দক্ষিণের দুনিয়ায় পরিচিত মুখ হলেও এখন তিনি আক্ষরিক অর্থেই বলিউডের দিকে পা বাড়াচ্ছেন। এই মুহূর্তে একাধিক বড় ব্যানারের ছবিতে তার নাম যুক্ত হয়েছে, যা প্রমাণ করে, তরুণ প্রজন্মের মাঝে নতুন স্টারপাওয়ার হিসেবে গড়ে উঠছেন তিনি।
সবচেয়ে উল্লেখযোগ্য খবর হলো, ‘আশিকি ৩’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে শ্রীলিলার। এই ছবিতে তার বিপরীতে থাকবেন কার্তিক আরিয়ান, পরিচালনায় অনুরাগ বসু। রোমান্টিক সিক্যুয়েলের প্রতি দর্শকের আগ্রহ এমনিতেই অনেক, তার ওপর শ্রীলিলার উপস্থিতি যেন সেই আগ্রহে নতুন মাত্রা যোগ করেছে।
এছাড়া শ্রীলিলা যুক্ত হয়েছেন আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবিতে। ‘পরাশক্তি’ ছবিতে তাকে দেখা যাবে শিবকার্তিকেয়নের সঙ্গে, যেখানে থাকবে আবেগঘন গল্প। অন্যদিকে পাওয়ান কল্যাণের সঙ্গে ‘উস্তাদ ভগত সিং’ ছবিতে তার চরিত্র নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল। ‘মাস জাতারা’ নামে একটি হাই-এনার্জি এন্টারটেইনারে তিনি থাকবেন কেন্দ্রবিন্দুতে। এছাড়া ‘জুনিয়র’ নামের একটি রহস্যময় ছবিও রয়েছে তার লাইনআপে, যার সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি, কিন্তু বাজেট ও স্কেল নিয়ে গুঞ্জন ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।
শ্রীলিলার এই ক্রমাগত উত্থান শুধু দক্ষতা বা সৌন্দর্যের কারণে নয়, বরং একসঙ্গে তিন ভাষার ইন্ডাস্ট্রিতে কাজ করার ক্ষমতাই তাকে আলাদা করে তুলেছে। মেহবুব স্টুডিওতে তার সাম্প্রতিক উপস্থিতি দেখে নতুন কোনো গোপন প্রজেক্টেরও আভাস পাওয়া যাচ্ছে।
সব মিলিয়ে বলা যায়, শ্রীলিলা থেমে নেই-বরং ছুটে চলেছেন সুপারস্টার হবার লক্ষ্যে। আর এই গতিতে তার সাফল্য থামিয়ে রাখা কঠিনই হবে।
টিকে/