জ্বীন আতঙ্ক, গাজীপুরের কারখানার ১৩ শ্রমিক অসুস্থ

গাজীপুরে এসপি গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড কারখানায় জিন আতঙ্কে হঠাৎ ১৩ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে চিকিত্সা শেষে বাসায় পাঠিয়েছে কারখানা কর্তৃপক্ষ। দুপুর সোয়া ১২টার দিকে কারখানা ছুটি ঘোষণা করা হয়। মঙ্গলবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর সদর উপজেলার শিরিরচালা (বাঘের বাজার) এলাকায় ওই গার্মেন্টস কারখানায় এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকেরা হলেন- পারভীন আক্তার, সাবিনা, হালিমা, লিজা, সানজিদা, তাহমিনা, শিখা খাতুন, লিপি আকতার, নার্গিস সুলতানা, বিউটি আক্তার, সানজিদা বেগম, আছমা খাতুন এবং হাকিম। আহত প্রত্যেকেই বাঘের বাজার হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিত্সা নিয়ে বাড়ি চলে গেছেন।

নারী শ্রমিক আছমা খাতুন জানান, কয়েকদিন যাবত কারখানায় অনেকে আলোচনা করছে ওয়াশরুমে জিনের আছর (ভর) রয়েছে। এমন গুজবে কারখানার এক শ্রমিক প্রথমে ভয় পায়। তবে সে কী দেখে বা কী কারণে ভয় পেয়েছে তা কেউ সঠিকভাবে বলতে পারে না। একজনের দেখাদেখি অন্যরা অসুস্থ হয়ে পড়ে গেলে কারখানা কর্তৃপক্ষ তাদের স্থানীয় হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে চিকিত্সা দেয়।

জানা যায়, সকালে কারখানার শ্রমিকরা কাজে যোগদান করেন। বেলা সাড়ে ১১টায় এক নারী শ্রমিক ওয়াশরুমের ভিতরে প্রবেশ করা মাত্রই হঠাৎ করে দরজা বন্ধ হয়ে যায়। এ সময় তিনি ভয়ে অসুস্থ হয়ে পড়েন।

আরএইচ/টিএ

Share this news on: