আমরা চাই না আওয়ামী লীগ নির্বাচনে আসুক, ডিপ্লোম্যাটকে নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তারা চান না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। তিনি মনে করেন, আওয়ামী লীগের ভেতরে যারা অন্যায়ের জন্য দায়ী, তাদের বিচারের মুখোমুখি করতে হবে।
গত ১৭ মার্চ দ্য ডিপ্লোম্যাটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নতুন দলের চ্যালেঞ্জ, নির্বাচন এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা বলেন।

আন্দোলন থেকে সরকারে এবং তারপর রাজনীতিতে ফিরে আসার অভিজ্ঞতা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “একটি সরকারকে বাইরে থেকে দেখা আর ভেতর থেকে দেখা সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা। অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয়, তখন বাংলাদেশের জন্য এটি অত্যন্ত সংকটপূর্ণ সময় ছিল। সময়ের দাবিতেই পদত্যাগ করে মূলধারার রাজনীতিতে ফিরেছি। এখন আমি এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা গঠন করতে চাই।”

নাহিদ ইসলাম জানান, তার দল এনসিপি একটি মধ্যপন্থী রাজনৈতিক দল, যা তরুণ ও সকল সামাজিক শ্রেণির মানুষের জন্য একটি নতুন কণ্ঠস্বর তৈরি করতে চায়। ঐতিহ্যবাহী রাজনীতি থেকে যারা বাদ পড়েছে, তাদের জন্যও এনসিপি কাজ করতে চায়।

জামায়াতে ইসলামী প্রসঙ্গে নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, এনসিপি এবং জামায়াতে ইসলামী সম্পূর্ণ ভিন্ন দল। তাদের আদর্শিক অবস্থান ভিন্ন এবং উগ্রবাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কিছু দাবি মিল থাকতে পারে, যেমন সাংবিধানিক সংস্কার ও গণপরিষদ গঠনের পক্ষে থাকা, তবে আদর্শগতভাবে তারা ভিন্ন পথে চলছে।

নির্বাচন বিষয়ে নাহিদ ইসলাম বলেন, এনসিপির তাৎক্ষণিক অগ্রাধিকার নির্বাচন নয়। তাদের প্রধান লক্ষ্য হলো আগের শাসনামলের অপরাধীদের বিচারের আওতায় আনা, দেশে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা এবং একটি গণপরিষদ গঠন করা। বর্তমানে তারা নির্বাচনের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেননি।

এফপি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
সংস্কার না আগে নির্বাচন প্রশ্নে চাপে নেই জাতীয় ঐকমত্য কমিশন: আলী রীয়াজ Mar 20, 2025
img
বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কী? Mar 20, 2025
img
রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ বিকেলে Mar 20, 2025
img
বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র Mar 20, 2025
img
ইস্তাম্বুলের মেয়র আটক Mar 20, 2025
img
ধেয়ে আসছে বৃষ্টি, থাকবে ২৪ মার্চ পর্যন্ত Mar 20, 2025
img
নির্মাণ শিল্প ক্ষতির মুখে, কার্যকরী পদক্ষেপের আহ্বান Mar 20, 2025
img
খুলনায় সন্ত্রাসী হামলায় আহত প্যানেল চেয়ারম্যানের মৃত্যু Mar 20, 2025
img
সাবেক এমপি চৌধুরী নাসিম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা Mar 20, 2025
img
এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন খালেদা জিয়া: এমএ মালেক Mar 20, 2025