ঢাকা জেলার সাভার থানার শিক্ষার্থী সাজ্জাদ হোসেন হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৯ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম মহিউদ্দিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, কারাগারে আটক এনামুরকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।
এ সময় আসামির আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। এর আগে গত ২৬ জানুয়ারি ঢাকার ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৫ আগস্ট সকাল সাড়ে ১০টায় প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে সাভার বাসস্ট্যান্ডে যান সাজ্জাদ।
ওই দিন বিকেল ৪টার দিকে ছেলের গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পান আলমগীর। সাজ্জাদ গুলিবিদ্ধ অবস্থায় সাভারের বেসরকারি এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিই) চিকিৎসাধীন বলে জানতে পারেন। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, ওই দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আনুমানিক সকাল ১০টা ৪০ মিনিটে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, যাদের মামলায় আসামি করা হয়েছে, তারা সাজ্জাদকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করার পাশাপাশি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করেন। পরে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ১৯ আগস্ট নিহতের বাবা মো. আলমগীর বাদী হয়ে ৩২১ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন।
এসএন