ইফতার মাহফিলে বাধা, ছাত্রদলের সঙ্গে জামায়াতের হাতাহাতি

টাঙ্গাইলে জামায়াতের ইফতার মাহফিলে ছাত্রদলের নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। একপর্যায়ে ছাত্রদল ও বিএনপির সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে।বুধবার (১৯ মার্চ) শহরের কোদালিয়া এলাকার কেডি মসজিদের সামনের মাঠে আয়োজিত ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জানা যায়, অনুষ্ঠান শুরুর আগেই জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুল বাতেনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি গ্রুপ ইফতার মাহফিল বন্ধ করার জন্য আয়োজক কমিটিকে চাপ দিতে থাকে থাকে। অপরদিকে জামায়াতের নেতৃবৃন্দও প্রোগ্রাম সফল করার ব্যাপারে অনড় অবস্থান নিলে উত্তেজনা সৃষ্টি হয়। ছাত্রদলের আহ্বায়ক আব্দুল বাতেনের নেতৃত্বে হাসান, রুবেল, স্বপনসহ ২০-২৫ জন মারমুখী অবস্থান নিলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে জামায়াতের জেলা আমির আহসান হাবীব মাসুদ পুলিশকে খবর দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জামায়াতের নেতা-কর্মীরা সেখানেই ইফতার করেন।
 
শহর জামায়াতের আমির মিজানুর রহমান চৌধুরী বলেন, ছাত্রদলের টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব এমএ বাতেন তার সঙ্গীদের নিয়ে আমাদের ইফতার পার্টি করতে বাধা দেয়। এসময় তিনি আমাদের ইফতার পার্টিতে বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালাগালসহ মাইক বন্ধ করে দেন।

অন্যদিকে টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব এম এ বাতেন বলেন, ইফতার অনুষ্ঠানে কোনো ধরনের হট্টগোল হয়নি। তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি আমার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হয়েছি এটা জানার জন্য যে, এলাকায় কে বা কারা ইফতার অনুষ্ঠান আয়োজন করেছে।
 
টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ বলেন, শহর জামায়াতের আমির মিজানুর রহমান চৌধুরী আমাকে খবর দিলে তাৎক্ষণিক পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়। এরপর পরিবেশ স্বাভাবিক হলে সবাই মিলে মিশে সেখানে ইফতার করেন। বর্তমানে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই।

এমআর

Share this news on:

সর্বশেষ

img
রেকর্ড গড়েছে নতুন টাকার দাম Mar 28, 2025
img
নিজের লোককে বসাতে ব্যর্থ এরদোগান, ইস্তাম্বুলের নতুন অন্তর্বর্তী মেয়র হলেন নুরি আসলান Mar 28, 2025
img
বনানীতে বাস উল্টে ৪২ জন আহত Mar 28, 2025
যখন তখন বন্ধ করার সুযোগ থাকছে মাস্কের স্টারলিংকে Mar 28, 2025
img
রায়ের কপি পেলে ইশরাকের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে ইসি Mar 28, 2025
img
ইউক্রেনে সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: ম্যাক্রোঁ Mar 28, 2025
আলোচিত প্র'তা'র'ক মিনহাজ সেনাবাহিনীর হাতে আ'ট'ক Mar 28, 2025
বিক্রি হয়ে গেছে ময়মনসিংহের উমানাথপুর গ্রাম Mar 28, 2025
ঈদযাত্রাকে ঘিরে মহাখালী বাস টার্মিনালে ৫০০ টাকার ভাড়া ৮০০ টাকা Mar 28, 2025
শেখ হাসিনা প্রসঙ্গে তুলসী গ্যাবার্ডের নামে ভু'য়া মন্তব্য প্রচার Mar 28, 2025