ইস্তাম্বুলের কারাবন্দী মেয়র ইকরেম ইমামোগলুর স্থালাভিষিক্ত হলেন নুরি আসলান। তিনি অন্তর্বর্তী মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন। গত সপ্তাহে দুর্নীতির অভিযোগে ইমামোগলুকে গ্রেপ্তার করা হয়। তাকে এখন বিচারের মুখোমুখি হতে হবে। খবর রয়টার্স
ইস্তাম্বুলের পৌর সরকার নুরি আসলানকে অন্তর্বর্তী মেয়র নির্বাচিত করেছে। আসলান রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) সদস্য। প্রথম দফার ভোটে আসলান ১৭৩ ভোট পান। আর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (এ কে পার্টি) প্রার্থী জেইনেল আবিদিন ওকুল পান ১২৩ ভোট। কেউ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ভোট দ্বিতীয় রাউন্ডে গড়ায়। এতে আসলান পান ১৭৭ ভোট। ওকুল পান ১২৫ ভোট।
দ্বিতীয় রাউন্ডেও কেউ একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ভোট গড়ায় তৃতীয় রাউন্ডে। নিয়ম অনুযায়ী এই রাউন্ডে কোনো প্রার্থী সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেলেই মেয়র নির্বাচিত হওয়ার বিধান রয়েছে। এই রাউন্ডে আবার আসলান পান ১৭৭ ভোট। ওকুল পান ১২৫ ভোট। ফলে আসলান অন্তর্বর্তী মেয়র নির্বাচিত হন।
বিজয়ের পর সারাচানে ইস্তাম্বুল পৌরসভা ভবনে সিএইচপির চেয়ারম্যান ওজগুর ওজেল বলেন, এরদোগান চেয়েছিলেন তার বিশ্বস্ত ব্যক্তিকে মেয়র করতে। কিন্তু তা সফল হয়নি। এরদোগানের এজেন্ডা মুখ থুবড়ে পড়েছে।
গত ১৯ মার্চ ইমামোগলুকে আটক করা হয়। পরের দিন তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের দিন থেকে রাজধানী আঙ্কারা এবং ইস্তাম্বুলসহ তুরস্কের প্রধান প্রধান শহরে বিক্ষোভ চলছে। এই পর্যন্ত সাংবাদিক, শিক্ষার্থী ও বিরোধীদলীয় নেতা-কর্মীসহ প্রায় ১ হাজার ৯০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
আটকের আগের দিন ইমামোগলুর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাতিল করা হয়। বিশ্ববিদ্যালয় ডিগ্রি না থাকলে তুরস্কে কেউ প্রেসিডেন্ট প্রার্থী হতে পারে না। কিন্তু আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের দিনই ইমামোগলুকে পরবর্তী নির্বাচনে নিজেদের প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করে সিএইচপি। সব ঠিক থাকলে আগামী নির্বাচনে তার এরদোয়ানের প্রতিদ্বন্দ্বিতা করার কথা।
এফপি/টিএ