ভোলার বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই মোটরসাইকল আরোহী।
আজ শুক্রবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে টবগী ইউনিয়নের নায়েব বাড়ির দড়জায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মো. রায়হান মাহমুদ বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাটোয়ারি বাড়ির মো. গোলাম মাওলার ছেলে। আর আব্দুর রহমান পটুয়াখালী জেলার বাসিন্দা, তিনি চরফ্যাশন উপজেলায় স্কয়ার কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান মাহমুদ আজ বেলা সাড়ে ১১টার দিকে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেল চালিয়ে উদয়পুর রাস্তার মাথার দিকে যাচ্ছিলেন। এ সময় টবগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নায়েব বাড়ির দরজায় অপরদিক থেকে আসা ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন।
অপরদিকে এদিন দুপুরে চরফ্যাশন উপজেলার বিআরডিবি মোড়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে আব্দুর রহমানের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ট্রলিটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চরফ্যাশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বিআরডিবি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপের সঙ্গে ধাক্কা লেগে আব্দুর রহমান প্রথমে গুরুতর আহত হন, পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএ/টিএ