প্রথমবারের মতো রোনালদোকে দর্শক বানিয়ে মাঠে সিউ উদযাপন! এমনটাই ঘটেছে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে। পর্তুগালের বিপক্ষে ডেনমার্কের জয়ের রোনালদো ও তার সতীর্থদের সাম্নেই ডেনমার্কের তরুণ ফরোয়ার্ড রাসমুস হয়লুন্দ এক সিউ উদযাপন করেন।
২০ মার্চ রাতে পার্কেন স্টেডিয়ামে পর্তুগালের বিপক্ষে একমাত্র গোলটি করেন হয়লুন্দ। আর এই গোলের পর নিজের সিউ উদযাপনটি দর্শকদের জন্য রেকর্ডবদ্ধ করে ফেলেন তিনি। অবশ্য ডেনমার্কের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। একটি সেভ আর পর্তুগালের সামনে দারুণ চাপ তৈরি করলেও শেষমেশ হয়লুন্দের শটেই তাদের জয় নিশ্চিত হয়।
‘সিউ’ রোনালদোর নিজস্ব উদযাপন। আর সেই উদযাপন একবারে কপি করে জয় নিয়ে মাঠ ছাড়লেন হয়লুন্দ। যা পর্তুগাল ও রোনালদোর জন্য ছিল বড় ধাক্কা।
ম্যাচে ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের আক্রমণ ছিল একেবারেই নিষ্প্রভ। রোনালদো, ব্রুনো ফার্নান্দেজরা কার্যত ছিল অপ্রতুল। তবে পরবর্তী লেগে, ২২ মার্চ নিজেদের মাঠে ডেনমার্ককে করবে পর্তুগাল।
এসএম/টিএ