ম্যাচ শেষ, রাত গভীর , ইডেন থেকে ফিরবেন কীভাবে? চিন্তা নেই, এবার চলবে মধ্যরাতের মেট্রো! তবে খরচটা হবে একটু বেশি!
আগামী ২২ মার্চ শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর। উদ্বোধনী ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের খেলা ইডেন গার্ডেন্সে। জমজমাট ম্যাচ শেষে রাত গভীর হলেও বাড়ি ফেরা সহজ করতে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ চালাবে মধ্যরাতের বিশেষ মেট্রো। তবে এই সুবিধার জন্য গুনতে হবে বাড়তি ভাড়া।
কলকাতার মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন রাতে অতিরিক্ত ট্রেন চালানোর অনুরোধ করেছিল। সেই অনুরোধ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর-কবি সুভাষ ও গ্রিন লাইন-২ অর্থাৎ, এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে অতিরিক্ত ট্রেন চলবে ২২ মার্চ থেকে।
খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। শেষ হতে হতে অন্তুত ১১টা বেজে যাবে। সেই কারণে রাত ১২.১৫ মিনিটে একটি করে বিশেষ মেট্রো চালানো হবে। এসপ্ল্যানেড থেকে একটি ট্রেন যাবে দক্ষিণেশ্বরে এবং আরেকটি ট্রেন যাবে কবি সুভাষে। দুটি ট্রেন একই সময়ে ছাড়বে। ট্রেন দুইটি প্রতিটি স্টেশনে থামবে ট্রেন। তবে যাত্রীরা স্মার্ট কার্ড, টোকেন ও কিউআর টিকিট একমাত্র এসপ্ল্যানেড স্টেশন থেকেই কাটতে পারবেন।
এই বিশেষ সেবার জন্য অতিরিক্ত ভাড়া দিতে হবে যাত্রীদের। মেট্রোর সাধারণ ভাড়ার থেকে অতিরিক্ত ১০ টাকা করে দিতে হবে। অর্থাৎ, এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর যেতে ২০ টাকা ভাড়া লাগে। কিন্তু এই ট্রেনে যেতে যাত্রিদের খরচ হবে ৩০ টাকা।
এসএম/টিএ