আওয়ামী লীগ দল হিসেবে কোনও অপরাধ করেনি: ব্যারিস্টার খোকন

আওয়ামী লীগ দল হিসেবে কোনো অপরাধে জড়িত নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ী রেলস্টেশন চত্বরে এক গণ ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। দেশের প্রতিটি নাগরিকের রাজনীতি করার অধিকার রয়েছে, তারা নিজেদের সংগঠন গঠন করতে পারে—এই অধিকারেও আমরা বিশ্বাস করি। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বর্তমান সরকার। তবে অপরাধে জড়িত ব্যক্তিদের বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। তবে দল হিসেবে আওয়ামী লীগ কোনো অপরাধ করেনি।’

নির্বাচন প্রসঙ্গ টেনে মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘গত ১৫ বছর এই দেশে কোনও ভোটাধিকার ছিল না। সরকারের জবাবদিহিতা ছিল না, যার জন্য শেখ হাসিনার ছত্রছায়ায় থেকে লুটপাট করেছে অনেকে, জনগণের টাকা লুটপাট ও পাচার করেছে। সর্বশেষে আমি দোয়া করি, আল্লাহ যেন প্রফেসর ড. ইউনূসকে দ্রুত সংসদ নির্বাচন করার ব্যবস্থা করে দেন।’

সোনাইমুড়ী উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এ কর্মসূচিতে সোনাইমুড়ী পৌরসভার ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এসএস

Share this news on:

সর্বশেষ