যে কারণে ৭ জনকে বদলি নামিয়েছে ব্রাজিল, নিয়ম কী বলে?

ব্রাজিলের কলম্বিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জয়ী হওয়া ম্যাচটি বিশেষভাবে আলোচিত হয়েছে কারণ তারা অতিরিক্ত দুজন খেলোয়াড়কে বদলি হিসেবে মাঠে নামিয়েছে। এই অতিরিক্ত সাবস্টিটিউট নিয়ে কৌতূহল তৈরি হয়েছে, তবে এটি নিয়মের কোনো লঙ্ঘন নয়।

ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র গোলের পর ভিনিসিয়ুস জুনিয়াসকে তুলে নেন এবং তাকে বদলি করে নামান লিও ওরটিজকে, যিনি ছিলেন সপ্তম বদলি খেলোয়াড়। তবে, এই বাড়তি বদলি আসলে কনকাসনের (ইনজুরিজনিত বদলি) কারণে হয়েছিল, কারণ চোটের কারণে গারসন ও গোলরক্ষক অ্যালিসন বেকারকে মাঠ ছাড়তে হয়েছিল। তাদের পরিবর্তে কাউকে মাঠে নামানো ছিল প্রয়োজন, যা নিয়মের অধীনে ছিল এবং স্বাভাবিক বদলির আওতায় পড়েনি।

কনকাশন প্রোটোকল নিয়ম অনুযায়ী– যেকোনো দলই কনকাশন সাবস্টিটিউট করার প্রয়োজন হলে বাড়তি খেলোয়াড় নামানোর অনুমতি পায়। কোনো ফুটবলার যদি ম্যাচের সময় মাথায় আঘাত পান তবে তার জায়গায় একজন নতুন খেলোয়াড় মাঠে প্রবেশ করতে পারবে। এ ছাড়া কোনো দল কনকাশন সাব করলে, বাড়তি একজন খেলোয়াড় বদলি নামাতে পারবে তাদের প্রতিপক্ষরাও। অর্থাৎ, ইনজুরির কারণে ওই খেলোয়াড় বদলি করার সুযোগ তো থাকছেই, এর বাইরে স্বাভাবিক নিয়মে ৫টি বদল করতে পারে দলগুলো। ব্রাজিল বাড়তি সাব করায় অ্যালিসন ও গারসনের কনকাশন হিসেবে।

ম্যাচটিতে নামার আগেই চোটের কারণে নেইমার-এডারসন-দানিলোদের মতো তারকাদের হারানোর ক্ষত ছিল সেলেসাওদের। এরপর ম্যাচেও ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন ও মিডফিল্ডার গারসন। ২৭ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় গারসনকে, ফলে তার জায়গায় নামানো হয় জোয়েলিন্টনকে। ৭১ মিনিটে কলম্বিয়ার ড্যাভিনসন সানচেজের সঙ্গে সংঘর্ষ লেগে মাথায় আঘাত পান অ্যালিসন। ফলে দুজনকেই মাঠ ছাড়তে হয়। সে কারণে ব্রাজিলের গোলবার সামলাতে নামেন ম্যাথিয়াস বেন্তো।

এর বাইরে ব্রাজিল ভিনিসিয়ুস, ভেন্ডারসন, গুইমারেস, রদ্রিগো ও ম্যাথিউস কুনহার বদলি ফুটবলার নামিয়েছিল। এ ছাড়া ১০ ফুটবলারের ওপর ছিল হলুদ কার্ড দেখলে আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা। যা সত্যি হয়েছে দুজনের ক্ষেত্রে, গুইমারেস ও গ্যাব্রিয়েল মাগালায়েসের। চোট ও হলুদ কার্ডের এমন বিপর্যস্ত অবস্থার মাঝে ব্রাজিল জয় পায় ৯৮ মিনিটের গোলে।

ম্যাচের শুরুতেই পেনাল্টিতে ব্রাজিলকে এগিয়ে দেন দারুণ ফর্মে থাকা রাফায়েল রাফিনিয়া। বিরতির আগমুহূর্তে গোল করে লুইস দিয়াজ কলম্বিয়াকে সমতায় ফেরান। তবে ইনজুরি সময়ের নবম মিনিটে গিয়ে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে ভিনিসিয়ুস স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান। পরবর্তী ম্যাচে ব্রাজিল ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে তাদের মাঠে খেলতে নামবে।


এসএস

Share this news on:

সর্বশেষ

img
ড্রামা কুইন না হয়ে ডিভা কুইন হও-কাকে ইঙ্গিত করলেন অপু Mar 23, 2025
img
প্রধান উপদেষ্টার চীন সফর হবে মাইলফলক : চীনা রাষ্ট্রদূত Mar 23, 2025
img
ভারতে অবৈধ বসবাসের দায়ে গ্রেফতার একাধিক বাংলাদেশি Mar 23, 2025
img
সাবেক ডিআইজি মোল‍্যা নজরুলের স্থাবর সম্পদ ক্রোক, শেয়ার ফ্রিজ Mar 23, 2025
img
জিয়াউর রহমানকে নিয়ে নাসির উদ্দিনের কটূক্তি, এই ধৃষ্টতায় ক্ষিপ্ত নেটিজেনরা Mar 23, 2025
img
পয়লা বৈশাখে ভিন্ন আঙ্গিকে শোভাযাত্রা হবে : সংস্কৃতি উপদেষ্টা Mar 23, 2025
img
তাসকিনের পরিবর্তে মোস্তাফিজকে বেছে নিল লক্ষ্ণৌ Mar 23, 2025
img
জাতীয় ঐকমত্য কমিশনে মতামত জমা দিয়েছে বিএনপি Mar 23, 2025
img
ঐকমত্য কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে ১১৩টিতে পুরোপুরি একমত এনসিপি Mar 23, 2025
img
সাবেক প্রতিমন্ত্রী চুমকির ফ্ল্যাট জব্দ, ফ্রিজ ২ কোটি টাকা Mar 23, 2025