রাশিয়া থেকে চীনের কয়লা আমদানি চলতি বছরের প্রথম দুই মাসে ১০ শতাংশ বেড়েছে। এ সময় মোট আমদানি পৌঁছেছে ১ কোটি ২৬ লাখ ৫০ হাজার টনে। বৃহস্পতিবার প্রকাশিত চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের ডাটা থেকে এ তথ্য জানা গেছে। খবর বিজনেস রেকর্ডার।
রেলপথে পণ্য পরিবহনে জট ও পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও এ আমদানি বৃদ্ধির হার লক্ষ করা গেছে। তবে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা দেশটির কয়লা খনন খরচ বাড়িয়ে তুলছে। বিনিয়োগ হ্রাস, যন্ত্রপাতির আধুনিকীকরণে বিলম্ব ও কর্মী ব্যবস্থাপনার ব্যয় বৃদ্ধির কারণে এ খরচ বেড়েছে বলে গুওশেং সিকিউরিটিজের বিশ্লেষকরা এক নোটে জানিয়েছেন।
চীনের বৃহত্তম কয়লা সরবরাহকারী দেশ ইন্দোনেশিয়া থেকে জানুয়ারি-ফেব্রুয়ারিতে কয়লা আমদানি ৭ শতাংশ বেড়ে ৩ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টনে পৌঁছেছে। তবে পহেলা মার্চ থেকে ইন্দোনেশিয়া সরকার-নির্ধারিত কয়লার মানদণ্ড মূল্যকে সর্বনিম্ন মূল্য হিসেবে নির্ধারণ করেছে। তাই আগামী মাসগুলোয় এ আমদানির পরিমাণ কমতে পারে।
এসএন