আ. লীগ আন্দোলনে নামলে বলপ্রয়োগের অধিকার আছে পুলিশের: এনসিপি

পতিত আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধের দাবিতে শুরু থেকেই কঠোর অবস্থানে ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবার পুলিশকেও সেই কঠোরতা দেখাতে বলছেন তারা। এ ব্যাপারে আজ শনিবার রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, আওয়ামী লীগ আন্দোলনে নামলে বলপ্রয়োগের অধিকার আছে পুলিশের।

সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আন্দোলন নিয়ে করা এক প্রশ্নের জবাবে এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, ‘আওয়ামী লীগ পরিষ্কারভাবে একটি দেশবিরোধী শক্তি এবং ভারতের এজেন্ট। তারা যদি আন্দোলনে নামে, সেটাকে আমরা আন্দোলন বলব না। তারা দেশকে অস্থিতিশীল করার জন্য নামবে। সে ক্ষেত্রে পুলিশের যে বলপ্রয়োগের অধিকার আছে, সেটা থাকবে।

অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐকমত্য কমিশনের কাছে রোববার প্রাথমিক সংস্কার প্রস্তাব জমা দেবে এনসিপি। এ উপলক্ষে করা সংবাদ সম্মেলনে দলটি জানায়, ১৬ বছর বয়সে ভোটার ও নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ২৩ বছর করার একটি প্রস্তাব রাখা হবে তাদের দলের পক্ষ থেকে।

আওয়ামী লীগ আন্দোলনে নামলে কী হবে; এমন প্রশ্নের জবাবে তুষার বলেন, ‘আওয়ামী লীগ তো আন্দোলনে আসবে না। আওয়ামী লীগ যেটা করবে, সেটাকে তো আমরা আন্দোলন বলব না। গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলনের তো একটা সংজ্ঞা আছে।’

তুষার আরও বলেন, ‘আমরা বলতে চাচ্ছি, বিভিন্ন দাবিদাওয়া কেন্দ্রিক যে আন্দোলন—একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি বেতনের জন্য আন্দোলনে নামছেন, কোটার বিরুদ্ধে আন্দোলনে নামছেন কিংবা অন্যান্য যেকোনো ইস্যু, একটা কালাকানুন বাতিলের দাবিতে আন্দোলনে নামছেন—এগুলোকে আমরা আন্দোলন বলি।’

এরপর তিনি আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে বলেন, ‘আওয়ামী লীগ পরিষ্কারভাবে একটি দেশবিরোধী শক্তি এবং ভারতের এজেন্ট। তারা যদি আন্দোলনে নামে, সেটাকে আমরা আন্দোলন বলব না। তারা দেশকে অস্থিতিশীল করার জন্য নামবে। সে ক্ষেত্রে পুলিশের যে বলপ্রয়োগের অধিকার আছে, সেটা থাকবে।’

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ক্লাব দখল মামলার আসামি ভিপি নুর, পাল্টা মামলা Mar 26, 2025
img
ভয়ে লোহিত সাগর দিয়ে জাহাজ নেওয়ার সাহস করছে না যুক্তরাষ্ট্র Mar 26, 2025
img
জাপার নেতৃত্বে জি এম কাদেরকে চায় না রওশনপন্থিরা Mar 26, 2025
img
শেখ মুজিবের জন্য দোয়া চেয়ে সচিব ওএসডি, কর্মকর্তা বরখাস্ত Mar 26, 2025
img
স্বাধীনতার ৫৩ বছর পরও মানুষ সুফল ভোগ করতে পারেনি: তারেক রহমান Mar 26, 2025
img
স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে প্রত্যেক সদস্য প্রস্তুত রয়েছে : সেনাপ্রধান Mar 26, 2025
img
সংঘবদ্ধ ধর্ষণে মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে স্কুলছাত্রী Mar 26, 2025
img
নতুন রাজনৈতিক দল ‘আওয়ামী লিগ’ সম্পর্কে যা জানা গেল Mar 26, 2025
img
নির্বাচন যত বিলম্ব হবে, সরকার তত বিপদে পড়বে: গয়েশ্বর Mar 25, 2025
img
কৃষ্ণ সাগরে হামলা বন্ধে রাশিয়া-ইউক্রেন একমত Mar 25, 2025