২০১৯ সালে মুক্তি পেয়েছিল 'গাল্লি বয়' — রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত সেই সিনেমা যেন শুধু রুপালি পর্দার গল্প নয়, একসঙ্গে ভারতীয় স্ট্রিট হিপ-হপের বিপ্লবের মুখ হয়ে উঠেছিল। সেই ‘আপনা টাইম আয়েগা’ গলা ফাটিয়ে গাওয়া প্রজন্ম আজ আরও এগিয়ে। আর এবার সেই প্রজন্মেরই নতুন কণ্ঠকে নিয়ে ফের ফিরছে ‘গাল্লি বয়’— তবে পুরনো মুখ নয়, একেবারে নতুন গল্প, নতুন পরিচালক, আর নতুন আত্মা নিয়ে।
এই সিক্যুয়েল পরিচালনার দায়িত্বে আছেন অর্জুন ভারেইন সিং, যিনি ‘খো গয়ে হম কহাঁ’-এর মতো সমকালীন গল্প দিয়ে ইতিমধ্যেই নজর কেড়েছেন। ছবির প্রযোজনায় আগের মতোই থাকছেন জোয়া আখতার ও রিমা কাগতি। তবে এবার ছবির কাস্ট একেবারেই নতুন। রণবীর সিং-এর ‘মুরাদ’ ফিরবেন কি না, তা এখনও নিশ্চিত নয়— সম্ভাবনা কম বলেই শোনা যাচ্ছে।
এই অধ্যায় এক নতুন র্যাপারের কাহিনি তুলে ধরবে, যার জন্ম বাস্তব দারিদ্র্য, সামাজিক বৈষম্য আর ভাঙা স্বপ্নের মধ্যে। তবে তার গলায় থাকবে প্রতিবাদের সুর, ছন্দে থাকবে শহরের হৃদস্পন্দন। প্রোডাকশন টিমের ঘনিষ্ঠ সূত্র বলছে, “জোয়া মনে করেন অর্জুন-ই সেরা ব্যক্তি যিনি এই ফ্র্যাঞ্চাইজিকে বাস্তবের আরও কাছাকাছি নিয়ে যেতে পারবেন।”
এই সিনেমা শুধুই এক সিক্যুয়েল নয়, বরং এক সামাজিক আন্দোলনের ছবি— যেখানে আবারো মঞ্চ পাবে সেই অদৃশ্য কণ্ঠগুলো, যারা গলির ভাষায় কথা বলে, ছন্দে নিজের গল্প বলে, আর গানের মাধ্যমে নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা করতে চায়।
‘গাল্লি বয়’ সিনেমার পর যেভাবে DIVINE ও Naezy-এর মতো শিল্পীরা পরিচিতি পান, এই অধ্যায়েও হয়তো উঠে আসবে নতুন কিছু নাম, যারা আগামী হিপ-হপ দুনিয়ার মুখ হয়ে উঠবে।
২০২৫ সালের শেষ দিকে শুরু হতে পারে শুটিং। আর ২০২৬ সালেই হয়তো বড় পর্দায় দেখা যাবে সেই নতুন ‘গাল্লি বয়’, যাঁর স্বপ্ন হয়তো আমাদের মতোই— কিন্তু গলা আর কলমে বাঁধা তাঁর প্রতিবাদ, তাঁর আশা, আর তাঁর র্যাপ।
এসএন