ছাত্রদল নেতা হত্যায় বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিলের আয়োজন করা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন (২৮) নিহতের ঘটনায় দলটির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার চার দিন পর শনিবার সকালে নিহত কবির হোসেনের বড় ভাই হযরত আলী হাফিজ বাদী হয়ে মামলাটি করেছে। মামলায় ২৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে। তবে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলো-এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জু শিকদার, একই কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিঠু মীর, সদিয়া চাঁদপুর সইউনিয়ন বিএনপির সদস্যসচিব কালাম শিকদার, থানা যুবদলের আহ্বায়ক ফারুক শিকদার, থানা ছাত্রদলের আহ্বায়ক সোহাগ শিকদার, থানা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম এবং সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি জাবেদ আলী।

এনায়েতপুর থানার পরিদর্শক (তদন্ত) রাজু কামাল জানান, মামলায় এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযানের পাশাপাশি মামলাটির তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এনায়েতপুর উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে ইফতার আয়োজন করা হয়। সেখানে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়। এদের মধ্যে বুধবার রাত ৮টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সয়িদা চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন মারা যায়।

এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে বুধবার রাতে এনায়েতপুর থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল ও একই কমিটির সাবেক সদস্যসচিব মঞ্জু শিকদারের সব পদ স্থগিত করেছে জেলা কমিটি। পাশাপাশি ঘটনাটি তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এমআর/এসএন


Share this news on: