নতুন সংবিধান প্রণয়ন ও ক্ষমতার কাঠামো পুনর্গঠন চায় এনসিপি

এনসিপিকে একটি মধ্যপন্থী দল হিসেবে আখ্যা দিয়েছেন নাহিদ ইসলাম। জানান, 'সেকেন্ড রিপাবলিক' বা "দ্বিতীয় প্রজাতন্ত্র" প্রতিষ্ঠা করাই প্রধান লক্ষ্য তাদের। সম্প্রতি দ্য ডিপ্লোম্যাটকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান নাহিদ। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহন প্রসঙ্গে বলেন, আমরা চাই না, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক।

সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, দলটির মূল লক্ষ্য হলো 'সেকেন্ড রিপাবলিক' বা "দ্বিতীয় প্রজাতন্ত্র" প্রতিষ্ঠা করা, যেখানে একটি নতুন সংবিধান প্রণয়ন ও ক্ষমতার কাঠামো পুনর্গঠন করা হবে। বলেন, দলটির উদ্দেশ্য হলো নতুন কণ্ঠস্বর তুলে ধরা, বিশেষ করে তরুণদের জন্য, যারা প্রচলিত রাজনীতিতে নিজেদের স্থান খুঁজে পাননি।

সমকামী অধিকারকর্মীকে এনসিপির নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার ব্যাপারে নাহিদ জানান, 'আমরা অন্তর্ভুক্তিতে বিশ্বাস করি, তবে আমাদের সমাজের ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতাকেও গুরুত্ব দিতে হয়। এ কারণেই তাঁকে সরানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে আমাদের দল বৈচিত্র্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আমাদের অতীত রেকর্ড প্রশংসনীয়।'

এসময় এনসিপি’কে “কিংস পার্টি” বা সরকারের পক্ষের দল হিসেবে আখ্যায়িত করা প্রসঙ্গে নাহিদ বলেন, “যদি আমরা সরকারের দল হতাম, তাহলে আমি কেন পদত্যাগ করলাম? সরকার থেকে কোনো বিশেষ সুবিধা আমরা পাইনি।” তিনি আরও বলেন, তাদের দল স্বীকৃতি ও অনুপ্রেরণা পেয়েছে আন্দোলনে তাদের ভূমিকার কারণে, তবে এটি সরকারের কাছ থেকে কোনো সুবিধা নয়।

সাক্ষাৎকারের এক পর্যায়ে এনসিপি এবং জামায়াতে ইসলামী সম্পর্ক নিয়ে নাহিদকে প্রশ্ন করা হয়। তবে, জামায়াতে ইসলামী সঙ্গে এনসিপির সম্পর্ক ঘনিষ্ঠ নয় বলেই উল্লেখ করেন তিনি। বলেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য আলাদা। এনসিপি মৌলবাদী শক্তির সঙ্গে সম্পর্ক রাখবে না এবং তাদের লক্ষ্য হলো জনগণের অধিকার নিশ্চিত করা।

সাধারণ নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন 'আমাদের দাবি আগের সরকারের অপরাধীদের বিচারের আওতায় আনা, দেশে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং একটি গণপরিষদ গঠন করা। আমরা সংবিধান ও নির্বাচনী ব্যবস্থার সংস্কারের পক্ষে, যাতে আর কখনো ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। তাই নির্বাচন এখনই আমাদের অগ্রাধিকার নয়। আমরা এই মুহূর্তে নির্বাচনের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করছি না।

এসএম

Share this news on:

সর্বশেষ

‘পুষ্পা’ নায়ক আটকে দিলেন ‘জওয়ান’ পরিচালক অ্যাটলির বাকি সিনেমা Mar 25, 2025
তামিম ইকবালের সবশেষ অবস্থা নিয়ে যা জানা গেল Mar 25, 2025
img
স্টারলিংকের সেবা বাণিজ্যিকভাবে চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার Mar 25, 2025
img
ব্যাংককে ইউনূস-মোদির বৈঠকে প্রস্তুত ঢাকা, অপেক্ষা দিল্লির জবাবের Mar 25, 2025
img
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Mar 25, 2025
img
স্ত্রীসহ দুর্নীতির মামলায় অব্যাহতি পেলেন শামীম ইস্কান্দার Mar 25, 2025
img
আর্জেন্টিনাকে রাফিনিয়ার হুমকি Mar 25, 2025
img
অস্বাস্থ্যকর সেমাই তৈরি ও বিএসটিআইএর নকল লোগো ব্যবহার, লাখ টাকা জরিমানা Mar 25, 2025
img
মরণোত্তর’ পালা শেষ করে ভবিষ্যতে কেবল জীবিতদের পদক দেবে সরকার Mar 25, 2025
img
পুরোপুরি নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন, ড্রোন দিয়ে চলবে তল্লাশি Mar 25, 2025