সেনাপ্রধানকে বিতর্কিত না করাটাই দেশের জন্য ভালো : এ্যানি

সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই। তাঁদের বিতর্কিত না করাটাই ভালো, দেশের জন্য ভালো। উনি উনার জায়গায় আছে, উনার জায়গায় থাকবে। কিন্তু কিছু বিতর্ক ছড়িয়ে পড়ছে। এই বিতর্ক ঠিক হচ্ছে না। ৫ ও ৬ আগস্ট উনি আমাদের মতো দেশের জন্য দায়িত্ব নিয়েছেন।

সুতরাং সেনানিবাস ও সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুন্ন হয়, এটাও জাতির জন্য ভালো হবে না, বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আজ শনিবার (২২ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর জেলা ওলামা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহরের পুরাতন গোহাটা রোডের বশির ভিলা মিলনায়তনে এ ইফতারের আয়োজন করা হয়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা যারা অবতীর্ণ ছিলাম সবাইকে দৃঢ় ঐক্যের মধ্যে থাকতে হবে। সুদৃঢ় ঐক্যটা খুব জরুরি। বিভিন্ন রাজনৈতিক আলোচনা রাজনৈতিক দলের মধ্যে থাকা উচিত। ব্যক্তি আলোচনায় যাওয়া উচিত না।

তিনি আরও বলেন, দেশে গভীর চক্রান্ত চলছে। ১৭ বছর কষ্ট করলাম, অত্যাচার-নির্যাতনের হাত থেকের বাঁচার জন্য। লড়াই করলাম ভোটের জন্য। এখন সেই ভোট নিয়ে চক্রান্ত চলছে। এই চক্রান্ত মেনে নেব না। মেনে নেওয়া হবে না, কোনো সুযোগ দেওয়া হবে না। আমাদের ঘাম, শ্রম ও রক্ত আছে। লাখ লাখ নেতাকর্মী জেল খেটেছি, অত্যাচারিত ও নির্যাতিত হয়েছি। আমাদের আসল স্বার্থ হচ্ছে দেশটাকে রক্ষা করা ও সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলা। সে টার্গেটে পৌঁছাতে হলে একটি গণতন্ত্রের শক্ত ভিত প্রয়োজন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমাদের গণতন্ত্রের ভিতকে নষ্ট করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিকভাবে একটি নির্বাচন হলে কেউ না কেউ ক্ষমতায় আসবে, দেশ শাসন করবে। জনগণের দল হিসেবে এটা বিএনপি আশা করতে পারে। স্বাভাবিক কারণে এটি কিছু লোকের ভালো লাগবে না। যাদের এতদিন ভালো লাগেনি তারাতো পালিয়ে গেছে। কিন্তু তাদের সব লোক ও টাকা পালায়নি। তারা এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ গভীর ষড়যন্ত্র তারা কিছু কিছু লোক নিয়ে করছে। যারা বিএনপির ভালো চায় না। যারা বিএনপি ক্ষমতায় আসুক, এটা চায় না। যারা এদেশে গণতন্ত্রে ভিত শক্তিশালী হোক, এটা চায় না। সুতরাং সবাইকে সজাগ থাকতে হবে।

জেলা ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা নুরুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন প্রমুখ।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বাণিজ্য মেলার পুরাতন মাঠে অনুষ্ঠিত হবে ঈদ জামাত : স্থানীয় সরকার উপদেষ্টা Mar 23, 2025
img
কলেজছাত্র নিহত, ডাম্প ট্রাকে আগুন দিলেন স্থানীয়রা Mar 23, 2025
img
ভারতের অসহযোগিতায় কি ভোগান্তিতে বাংলাদেশ দল? Mar 23, 2025
img
ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ নাসির উদ্দীনের Mar 23, 2025
img
ব্রাজিলের বিপক্ষে ক্লাসিকো নিয়ে যা বলছেন স্কালোনি-ডি পল Mar 23, 2025
হাসনাতের স্ট্যাটাসকে সীমা লঙ্ঘন আখ্যা দিয়ে যা বললেন জিল্লুর রহমান Mar 23, 2025
ভোক্তা অধিদপ্তরের অভিযান দেখেই দোকান রেখে পালালেন ব্যাবসায়ী Mar 23, 2025
img
‘টক্সিক’ সিনেমার জন্য ১৫ কোটি পারিশ্রমিক নিলেন কিয়ারা Mar 23, 2025
নতুন আঙ্গিকে পহেলা বৈশাখ উদযাপন নিয়ে যা জানালেন ফারুকী Mar 23, 2025
রশি দিয়ে শ্রম কর্মকর্তাদের অবরুদ্ধ করলো গার্মেন্টস শ্রমিকরা Mar 23, 2025