জিয়াউর রহমানকে নিয়ে নাসির উদ্দিনের কটূক্তি, এই ধৃষ্টতায় ক্ষিপ্ত নেটিজেনরা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তি করে তোপের মুখে পড়েছেন। এমনকি এনিয়ে নিজ দলেও ব্যাপক সমালোচিত হয়েছেন তিনি। সেই পোস্টেই এনসিপি দুই শীর্ষ নেতা সারজিস এবং হাসনাত আব্দুল্লাহ প্রকাশ্যে দ্বিমত জানিয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নাসির উদ্দীন পাটোয়ারী লেখেন, গত ৫৩ বছরে জামায়াতে ইসলামীকে বারংবার রাজনীতিতে পুনর্বাসন করার প্রচেষ্টা করা হয়েছে। জেনারেল জিয়ার হাত ধরেই এ অবৈধ কাজ সম্পন্ন হয়। সেনা-জনতার অভ্যুত্থানের ফসল লুটকারী জিয়া জনগণের অভিপ্রায় তোয়াক্কা না করে গায়ের জোরে এ অবৈধ শক্তিকে জনগণের ওপর চাপিয়ে দেয়।

সমালোচনার মুখে পরে অবশ্য পোস্টটি ডিলেট করেন তিনি।

শনিবার (২২ মার্চ) বিকেলে অপর এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন এই এনসিপি নেতা। বলেন, জিয়াউর রহমান বা তাহার ফ্যামিলির প্রতি আমার বা আমাদের কোনো জিঘাংসা নেই। মেজর জিয়াউর রহমান ভালো মানের সংগঠক এবং স্টেটসম্যান ছিলেন, এ বিষয়ে বাংলাদেশের কোনো মানুষের ন্যূনতম সন্দেহের অবকাশ নেই।

জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তি করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও প্রতিবাদের ঝড় শুরু হয়। অনেকেই বলছেন, রাজনীতি করতে হলে দেশের ইতিহাস সম্পর্কে ন্যূনতম যে পাঠ প্রয়োজন তা না নিয়েই রাজনীতিতে নেমে পড়া দলের জন্য তো বটেই, তা দেশের জন্যও ভয়ঙ্কর। এই ঘটনায় নাসিরকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

এ প্রসঙ্গে আলোচিত প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি জিয়াউর রহমানকে নিয়ে করা একটি প্রতিবেদন শেয়ার করে লিখেছেন, জেনারেল জিয়াউর রহমান এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি তাঁর কর্ম এবং সততার মাধ্যমে শত্রু - মিত্র দু'পক্ষের কাছেই অত্যন্ত সম্মানীত ছিলেন। রাজনীতির সাথে কোন সম্পর্ক নেই এমন অনেকের কাছে তিনি এখনো সমাদৃত।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ঢাকায় হোম অ্যাফেয়ার্স অফিস চালু করছে অস্ট্রেলিয়া Mar 28, 2025
img
বিক্ষোভের মধ্যেই ইস্তাম্বুলের অন্তর্বর্তী মেয়র নির্বাচিত নুরি আসলান Mar 28, 2025
img
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের বিরুদ্ধে উয়েফার তদন্ত Mar 27, 2025
img
বিদেশে বিনিয়োগের সুযোগ পেল দেশের স্টার্টআপ কোম্পানি Mar 27, 2025
img
‘সব ওয়েবসাইটে দেব, যেন মানুষ দেখতে পারে কোন দল কথা রেখেছে’ Mar 27, 2025
img
৮ লাখ টাকা ছিনতাই, স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার Mar 27, 2025
img
ব্যর্থতার দায় নিয়ে ইসরাইলের গাজা ডিভিশন কমান্ডারের পদত্যাগ Mar 27, 2025
দাবি একটাই আমি ডাইরেক্ট এমপি পদ চাই বললেন হিরো আলম Mar 27, 2025
কবে স্বাধীনতা জাদুঘর চালু হতে পারে? Mar 27, 2025
পোশাক ও টেক্সটাইল কারখানার অনেকগুলোই বাকি রেখেছে বেতন-বোনাস Mar 27, 2025