জিএম কাদের ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব বিবরণীর তথ্য চেয়েছে। সেই সঙ্গে স্থগিত করা হয়েছে জাপা চেয়ারম্যান ও তার স্ত্রীর ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর।

রোববার (২৩ মার্চ) এ বিষয়ে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিয়েছে সিআইসি।

জিএম কাদের ছাড়াও তার স্ত্রী শরীফা কাদের, মেয়ে ইসরাত জাহান কাদের ও অভিনেতা মাহফুজ আহমেদের হিসাব বিবরণীর তথ্য চেয়ে এই চিঠি দেয়া হয়েছে।

চিঠিতে তাদের একক বা যৌথ নামে অথবা মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে যেকোনো মেয়াদি আমানত হিসাব (এফডিআর ও এসটিডি হিসাবসহ যেকোনো ধরনের বা নামের মেয়াদি আমানত হিসাব) ছাড়াও সঞ্চয়ী ও চলতি হিসাবসহ সব ধরনের হিসাব, লকার বা ভল্ট, ঋণ হিসাব ইত্যাদি থাকলে চিঠি পাওয়ার ৭ দিনের মধ্যে ওইসব হিসাবের ২০১৭ সালের ১ জুলাই থেকে হালনাগাদ তথ্য পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, উপযুক্ত কারণ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে তথ্যাবলী সরবরাহ করা না হলে এবং উপর্যুক্ত চাহিদা মোতাবেক তথ্য সরবরাহে অস্বীকৃতি বা ব্যর্থতার ক্ষেত্রে আয়কর আইন, ২০২৩ অনুযায়ী এককালীন ৫০ হাজার টাকা এবং পরবর্তীতে প্রতিদিনের জন্য ৫০০ টাকা হারে জরিমানা আরোপ করা হবে।

এদিকে অপর একটি চিঠিতে বলা হয়েছে, জিএম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের নামে যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের (লিমিটেড কোম্পানি ব্যতীত) বিভিন্ন শাখায় পরিচালিত সব হিসাবের অর্থ উত্তোলন বা স্থানান্তর স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো। স্থগিতাদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করে এ সংক্রান্ত একটি পরিপালন প্রতিবেদন (হিসাবগুলোর সর্বশেষ স্থিতি উল্লেখসহ) জরুরি ভিত্তিতে পাঠানোর জন্যও অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে মোটরসাইকেলের ঢল Mar 28, 2025
img
হৃত্বিককে বিয়ে- প্রশ্নই ওঠে না : কারিনা কাপুর Mar 28, 2025
img
শাকিবের জন্মদিনে ইধিকার ‘এক পৃথিবী শুভেচ্ছা’ Mar 28, 2025
img
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের কমিটি Mar 28, 2025
img
সড়কে উল্টে গেলো বালুবাহী ট্রাক, পাঁচ কিলোমিটার যানজট Mar 28, 2025
img
ধানমন্ডিতে ডাকাতি, নর্থ সাউথের শিক্ষার্থীসহ আটক ৬ Mar 28, 2025
img
'যারা শেখ হাসিনাকে দেশছাড়া করতে পারে, তারা দেশেরও দায়িত্ব নিতে পারে' Mar 28, 2025
img
থাইল্যান্ডে ইউনূস-মোদী বৈঠক হচ্ছে না, জানাল ভারত Mar 28, 2025
img
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নথি সংরক্ষণে ৩৭ কোটি টাকার প্রস্তাব Mar 28, 2025
img
জাতিসংঘ শূন্য বর্জ্য দিবসে ড. ইউনূসকে তুরস্কের ফার্স্ট লেডির অভিনন্দন Mar 28, 2025