ফের শাকিব-রাফী জুটি, নায়িকা সাবিলা নূর!

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকা হিসেবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে নিয়ে বিভিন্ন গুঞ্জন বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে এবার সেই গুঞ্জনই বোধ হয় সত্য হলো।

আসন্ন ঈদুল আজহায় ‍‘তাণ্ডব’ নিয়ে আসছেন রায়হান রাফী। ইতোমধ্যে সেই সিনেমার শুটিং শুরু করেছেন শাকিব খান। আগামী ২৮ মার্চ নায়কের জন্মদিনে ফার্স্ট লুক প্রকাশ করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেবে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ।

সিনেমাটির শুটিং শুরু হলেও এতে শাকিবের বিপরীতে কে থাকছেন তা ঈদের পর প্রকাশ্যে আনবেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন নির্মাতা। তবে খোঁজ নিয়ে জানা গেছে , ‘তাণ্ডবে’ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর।

সবকিছু ঠিক থাকলে শাকিব খানের বিপরীতে এটি হচ্ছে যাচ্ছে সাবিলার প্রথম সিনেমা। সেটাও মূখ্য চরিত্রে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি।

তবে কিছুদিন আগেই শাকিব খানের বিপরীতে কাজ করা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সাবিলা বলেছিলেন, ‘কথা হচ্ছে, তবে বিস্তারিত কিছু এখনই বলতে চাই না। একাধিক সিনেমা নিয়েই কথা হচ্ছে আমার। অনেক সময় দেখা যায়, সবকিছু চূড়ান্ত হওয়ার পরও অনেক কিছু পাল্টে যায়, তাই শুটিং শুরু না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। এর আগেও একবার একটি সিনেমা শুটিং পর্যন্ত গিয়েও আগ মুহূর্তে ক্যান্সেল হয়ে যায়। তাই শুটিংয়ে যাওয়ার আগে এখন আর কিছুই বলতে চাই না।’

জানা গেছে, সিনেমাটির বিশেষ একটি চরিত্রে কাজ করছেন জয়া আহসান। এছাড়া সিনেমাটিতে মাত্র ৪০ সেকেন্ডের একটি ক্যামিও দিতে পারেন ঢালিউডের আরেক চিত্রনায়ক।

সিনেমাটির এক প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে আরও জানা গেছে, দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প।

‘তাণ্ডব’ এর গল্প রায়হান রাফির নিজের। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই ছবি।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নিজ এলাকায় এনসিপির নিজাম উদ্দিন Mar 29, 2025
img
চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট চালুর পরিকল্পনা Mar 29, 2025
img
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ, যাকে দায়ী করলেন অমিত শাহ Mar 29, 2025
img
এবারের ঈদে যে ১০ নাটক সাড়া ফেলতে পারে Mar 29, 2025
img
প্রথম ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া Mar 29, 2025
img
কিছু পক্ষ সংবিধানসহ সকল ব্যবস্থা আগের মতো রেখে দিতে চায় : সামান্তা শারমিন Mar 29, 2025
img
ফের বিক্রি হল টুইটার, দাম উঠল ৩,৩০০ কোটি ডলার Mar 29, 2025
‘জাতীয় চাঁদ দেখা কমিটি’র কেউ চাঁদ দেখেন না, আসেননা মিটিংয়ে | Mar 29, 2025
চীন সফরে বাংলাদেশকে নতুন বিনিয়োগ ও ঋণ সহায়তা Mar 29, 2025
পাঁচ আগস্টের পরে পুলিশের অবস্থা কি ? Mar 29, 2025