অভিনয় ছাড়তে চেয়েছিলেন অভিষেক, যেভাবে সামলেছিলেন অমিতাভ

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন একসময় অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। পরপর কয়েকটি সিনেমা বক্স অফিসে ব্যর্থ হওয়ায় আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন তিনি। সেই কঠিন সময়ে বাবার মতোই পাশে ছিলেন অমিতাভ বচ্চন, তবে কেবল বাবা নয়, একজন সহ-অভিনেতা হিসেবেও তাকে অনুপ্রেরণা দিয়েছিলেন তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের নতুন সিনেমা বি হ্যাপি নিয়ে কথা বলার সময় অভিষেক শুরুর দিকের ক্যারিয়ারের সংগ্রামের প্রসঙ্গ টানেন। তারকা পরিবারের সন্তান হওয়া যে চ্যালেঞ্জিং, সেটি খুব ভালোভাবেই অনুভব করেছেন তিনি। প্রথম সিনেমা রিফিউজি মুক্তির আগ থেকেই নানা সমালোচনার মুখে পড়েছিলেন—বলা হয়েছিল, তিনি বাবার নামের উপর ভর করে টিকে থাকার চেষ্টা করছেন, নিজেকে প্রমাণ করতে পারবেন না।

এক পর্যায়ে অভিষেক এতটাই হতাশ হয়ে পড়েন যে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেন। এক রাতে বাবার কাছে গিয়ে তিনি নিজের সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “আমি বোধহয় ভুল পেশা বেছে নিয়েছি, যেটাই করি ব্যর্থ হচ্ছি। অভিনয় ছেড়ে দেওয়াই ভালো।”

অমিতাভ তখন ছেলেকে শুধুই বাবা হিসেবে নয়, বরং এক সহ-অভিনেতার দৃষ্টিকোণ থেকেও পরামর্শ দেন। তিনি বলেন, “একজন সহ-অভিনেতা হিসেবে বলছি, তোমার পথ চলা এখনো শেষ হয়নি। প্রতিটি কাজ নতুনভাবে শুরু করো, কঠোর পরিশ্রম করো, সাফল্য আসবেই। মাঝপথে হাল ছেড়ো না।”

বাবার এই কথাগুলোকে জীবনের শিক্ষা হিসেবে গ্রহণ করেন অভিষেক এবং অভিনয়ে থাকার সিদ্ধান্ত নেন। তার মতে, ব্যর্থতা সাফল্যেরই একটি অংশ, আর পরিবারের সমর্থন পেলে যে কোনো কঠিন সময় পার করে সামনে এগিয়ে যাওয়া সম্ভব।

নিজের মেয়ে আরাধিয়ার প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, “আমার মেয়ে যদি কখনো তার স্বপ্নের কথা আমার সঙ্গে ভাগ করে, আমি চাইব তার আত্মবিশ্বাস বজায় থাকুক। আমি তাকে বলব—তুমি পারবে।”

রেমো ডি’সুজা পরিচালিত বি হ্যাপি, যেখানে অভিষেক ও নোরা ফাতেহি অভিনয় করেছেন, এটি মুক্তি পেয়েছে ১৪ মার্চ ওটিটিতে।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নিজ এলাকায় এনসিপির নিজাম উদ্দিন Mar 29, 2025
img
চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট চালুর পরিকল্পনা Mar 29, 2025
img
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ, যাকে দায়ী করলেন অমিত শাহ Mar 29, 2025
img
এবারের ঈদে যে ১০ নাটক সাড়া ফেলতে পারে Mar 29, 2025
img
প্রথম ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া Mar 29, 2025
img
কিছু পক্ষ সংবিধানসহ সকল ব্যবস্থা আগের মতো রেখে দিতে চায় : সামান্তা শারমিন Mar 29, 2025
img
ফের বিক্রি হল টুইটার, দাম উঠল ৩,৩০০ কোটি ডলার Mar 29, 2025
‘জাতীয় চাঁদ দেখা কমিটি’র কেউ চাঁদ দেখেন না, আসেননা মিটিংয়ে | Mar 29, 2025
চীন সফরে বাংলাদেশকে নতুন বিনিয়োগ ও ঋণ সহায়তা Mar 29, 2025
পাঁচ আগস্টের পরে পুলিশের অবস্থা কি ? Mar 29, 2025