অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে প্রায়ই দেশের বিভিন্ন স্থানে যেতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। টলিপাড়ার তারকারাও এর ব্যতিক্রম নন। তবে এসব শো করতে গিয়ে তারা নানা ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হন—কখনো আনন্দদায়ক, আবার কখনো তিক্ত।
সম্প্রতি এমনই এক অনুষ্ঠানে গিয়ে অপ্রীতিকর ঘটনার শিকার হলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, শ্রাবন্তীকে দেখতে প্রচুর মানুষের ভিড় জমেছে। ভিড় সামলাতে আয়োজকরা বাঁশ দিয়ে ঘিরে অভিনেত্রীর জন্য আলাদা রাস্তা তৈরি করেন, যাতে তিনি নিরাপদে মঞ্চে পৌঁছাতে পারেন।
তবে এতকিছুর পরও পরিস্থিতি স্বাভাবিক ছিল না। অনেকে তাকে কাছ থেকে দেখার চেষ্টা করেন, ছবি তোলার জন্য ঠেলাঠেলি করতে থাকেন, এমনকি কেউ কেউ তাকে ছুঁয়ে দেখারও চেষ্টা করেন। এ সময় এক যুবক শ্রাবন্তীকে অশালীনভাবে স্পর্শের চেষ্টা করলে তিনি রেগে যান এবং তাকে শাস্তি দিতে উদ্যত হন। একপর্যায়ে তিনি যুবককে চড় মারেন এবং কড়া ভাষায় প্রতিবাদ জানান।
পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই নিরাপত্তারক্ষীরা দ্রুত ব্যবস্থা নেন এবং অভিনেত্রীকে নিরাপদে মঞ্চে নিয়ে যান।
এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নেটিজেনরা শ্রাবন্তীর প্রতি সমর্থন জানিয়ে এ ধরনের অশোভন আচরণের কঠোর নিন্দা করেছেন।
এদিকে, শ্রাবন্তী শিগগিরই উইডোজ প্রোডাকশনের আমার বস ছবিতে অভিনয় করতে দেখা যাবে। এছাড়া শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় আসন্ন পিরিয়ড ড্রামা দেবী চৌধুরানি-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। ঈদ উপলক্ষে মুক্তি পেতে চলেছে তার নতুন ছবি হাঙ্গামা ডট কম।
এসএস/এসএন