সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধা কাপুরের একটি পোস্ট ঘিরে ভক্তদের মনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অভিনেত্রী তার এক্স অ্যাকাউন্টে এমন কিছু লিখেছেন, যা দেখে অনেকেই মনে করছেন তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে।
শ্রদ্ধা তার পোস্টে লিখেছেন, Easy $28. GG! পোস্ট দেখে সবাই এর নিজের মতো করে এর মানে খুঁজতে শুরু করেন। নেটিজেনদের অনেকেই কমেন্ট সেকশনে প্রচুর প্রতিক্রিয়া দিতে শুরু করেন।
একজন লিখেছেন, ‘আবার হ্যাক হয়ে গেছে?’ অন্য একজন লিখেছেন, ‘অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে নাকি অন্য কোনো সমস্যা?’
আরেকজন লিখেছেন, ‘এটি কি কোনো বার্তা নাকি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে?’ কেউ কেউ মজা করে লিখেছেন,‘আমার মনে হয় উনি এক্স থেকে একটি পোস্টের জন্য কত টাকা পান তার কথাই বলেছেন।’
অভিনেত্রীর পোস্টে অনেক মন্তব্য করা হলেও এই পোস্ট নিয়ে এখনো কিছু বলেননি শ্রদ্ধা।
উল্লেখ্য, শ্রদ্ধা কাপুরকে সর্বশেষ দেখা গেছে ‘স্ত্রী ২’ সিনেমাতে, যা ব্লকবাস্টার হিট। সাম্প্রতিক সময়ে রাহুল মোদির সঙ্গে ডেটিংয়ের খবর নিয়ে আলোচনায় ছিলেন অভিনেত্রী।
এসএন