আগামী ১১ এ্রপ্রিল থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এই লিগে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা। যদিও শুরুতে তাদের অনাপত্তিপত্র পাওয়া নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিন ক্রিকেটারকেই অনাপত্তিপত্র দিয়েছে। তবে লিটন ও রিশাদ পুরো মৌসুমের জন্য পেলেও নাহিদ রানা শর্তসাপেক্ষে অনাপত্তিপত্র পেয়েছেন। বিসিবি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
লিটন দাস জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে থাকবেন না। তিনি পুরো পিএসএল মৌসুমের জন্য এনওসি পেয়েছেন। টুর্নামেন্টটি ১১ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত চলবে। টেস্ট ক্রিকেটে অভিষেক না হওয়া রিশাদ হোসেনও পুরো মৌসুমের জন্য এনওসি পেয়েছেন। কিন্তু নাহিদ রানা প্রথম টেস্ট খেলার পর পিএসএলে খেলতে পারবেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টটি ২০ এপ্রিল সিলেটে শুরু হবে। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে যে, রানার ওয়ার্কলোড ব্যবস্থাপনার জন্য তাকে আংশিক এনওসি দেওয়া হয়েছে।
লিটন দাস করাচি কিংসে খেলবেন। লেগ স্পিনার রিশাদ হোসেন খেলবেন লাহোর কালান্দার্সে, আর পেসার নাহিদ রানা খেলবেন পেশাওয়ার জালমির হয়ে। তাদেরকে ১৩ জানুয়ারি অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফট থেকে দলে নেওয়া হয়েছে।
পিএসএলের দশম আসর অনুষ্ঠিত হবে মোট চারটি ভেন্যুতে। ৩৮ দিনে অনুষ্ঠিত হবে ৩৪টি ম্যাচ। এবারের আসরের উদ্বোধনী ম্যাচে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও দুইবারের শিরোপাজয়ী লাহোর কালান্দার্স।
আরএ/এসএন