লালমনিরহাটের কালীগঞ্জের দুই যুবদল নেতাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন- কালীগঞ্জের ভোটমারী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি নাজির হোসেন ও সাধারণ সম্পাদক সোহানুর রহমান মিথুন।
এ সিদ্ধান্ত কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর ও সদস্যসচিব কুদর ই মেহেরবান মিঠু এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব কুদর ই মেহেরবান মিঠু জানান, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কালীগঞ্জের ভোটমারী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি নাজির হোসেন ও সাধারণ সম্পাদক সোহানুর রহমান মিথুনকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না করতে যুবদলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।