আবারও যুক্তরাজ্যে ফিরে গেছেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে গোল শূন্য ড্র করে এর আগে ঢাকায় আসেন হামজা – জামালরা। ভারতের বিপক্ষে অসাধারন পারফর্মেন্সে সকলের নজর কাড়েন তিনি। তবে, আবারও যুক্তরাজ্যে খেলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন হামজা চৌধুরী।
বাংলাদেশ বিমানের BG207 ফ্লাইটে যুক্তরাজ্য ফিরে গেছেন হামজা। বাংলাদেশের হয়ে খেলা প্রতিভাবান এই ফুটবলার খেলেন ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে। ক্লাবে যোগ দিতে ইতোমধ্যেই ঢাকা ছেড়ে গেছে তাকে বহনকারী বিমান। সিলেট হয়ে বিমানটি ম্যানচেস্টার যাওয়ার কথা রয়েছে।
আপাতত ইংল্যান্ডেই থাকবেন তিনি। ঈদ উদযাপন করবেন পরিবারের সাথে। ক্লাবের পাট চুকিয়ে আবারও জুনে দেশে ফিরবেন হামজা। জানা গেছে, ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ খেলতে আবারও বাংলাদেশে আসবেন এই ফুটবলার। বাংলাদেশ দলের অন্য ফুটবলারদের কেউ কেউ ক্লাবের সঙ্গে যোগ দেবেন, আবার অনেকে চলে যাবেন ঈদের ছুটি কাটাতে বাড়িতে।
ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে বাংলাদেশের। একাধিক সহজ সুযোগ হাতছাড়া করার আক্ষেপ রয়েছে, তবে ইংলিশ লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীর অভিষেকে দলে একটা ভিন্ন মাত্রা যোগ হয়েছে। তাই ভবিষ্যতে বাংলাদেশ ফুটবলে অর্জন করবে অনন্য মাইলফলক এমনটাই আশা ভক্ত সমর্থকদের।
এসএম/টিএ