চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে একজন নিহত, আহত ৫
মোজো ডেস্ক 02:19PM, Mar 27, 2025
চুয়াডাঙ্গা জেলা শহরের বাস টার্মিনালের অদূরে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং ৫ জন আহত হয়েছেন।
গতকাল বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা পৌরসভাধীন মুন্নার মোড়ের অদূরে জাফরপুরগামী ইজিবাইক ও চুয়াডাঙ্গাগামী মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক ৬ মাইল বুড় পাড়ার আয়তালের পুত্র বিপুল (১৮) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহত হন মোটরসাইকেল আরোহী নিহত বিপুলের ভাই বিপ্লব ও প্রতিবেশি ওয়াসিম। অপরদিকে ইজিবাইক চালক বলেশ্বরপুর গ্রামের অহিম উদ্দিন, ইজিবাইক আরোহী জাফরপুর গ্রামের শিহাব ও গাড়াবাড়িয়া গ্রামের রাবিয়া গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে বিপ্লব, ওয়াসিম ও ইজিবাইক চালক অহিম উদ্দিন এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিপুলের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।