নবীনগর-চন্দ্রা মহাসড়কে ৫ কিলোমিটার ধরে যানজট

নাড়ির টানে বাড়ি ফিরছে উত্তরবঙ্গের ২২টি জেলার মানুষ। এর ফলে ঈদ যাত্রায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে বেড়েই চলেছে যানজট। ইতোমধ্যে এ সড়কে গাড়ীর তীব্র চাপে যানজটে দীর্ঘ ৫ কিলোমিটার ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল থেকে কাশিমপুর, সাভার-আশুলিয়ার শিল্প এলাকার সব কারখানা ছুটি হয়ে যাওয়ায় এসব কারখানার শ্রমিক ও তাদের পরিবারের লোকজন সন্ধ্যার পর ও আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে নিজেদের ভাড়া করা রিজার্ভ করা বাস নিয়ে নিজ নিজ গন্তব্যে রওয়ানা হওয়ায় গাড়ির চাপে এ যানজটের সৃষ্টি হয়েছে।এদিকে, মহাসড়কে এ যানজটের কারণে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। নারী ও শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি।

জানা গেছে,সকালে থেকে আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে প্রায় তিনশ গাড়ি একত্রে ছেড়ে যাওয়াসহ সাভার ও ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে কর্মজীবী,পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা হওয়ায় চন্দ্রা-নবীনগর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে মহাসড়কে অস্বাভাবিকহারে গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েছে ঈদে ঘরমুখো যাত্রীরা।

সরেজমিনে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ঘুরে দেখা গেছে, গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় থেকে শুরু করে কাশিমপুরের জিরানি বাজার পর্যন্ত সড়কটিতে সৃষ্ট যানজটের কারণে যানচলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ যানজটে গাড়িতে বসে থেকে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের অনেককেই দীর্ঘ সময় বসে থাকার ফলে অসুস্থ হয়ে পড়তে দেখা গেছে।

সাভার এলাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রী আশিকুর রহমান জানান, দীর্ঘ দুই ঘন্টা যাবত মহাসড়কে বাসের ভিতরে বসে আছি, এ যানজট যেন শেষ হবার নয়। এই যানজট শেষ করে কতক্ষণে গ্রামের বাড়িতে পৌঁছাতে পারবেন তা বলতে পারছেন না তিনি।

এছাড়া রাজধানীর মহাখালী থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী বিনিময় পরিবহনের বাস চালক আজিজ মিয়া জানান, তিনি মহাখালী থেকে বাস ছেড়ে মাত্র দেড় ঘণ্টায় প্রায় ৭০ কিমি পথ পাড়ি দিয়ে আশুলিয়ার শ্রীপুর এলাকায় আসেন। কিন্তু শ্রীপুর থেকে জিরানী পর্যন্ত মাত্র ৩ কিমি রাস্তা পার হতে তার প্রায় সাড়ে ৪ ঘণ্টা সময় লেগেছে। গাড়ি নিয়ে টাঙ্গাইল কখন পৌঁছাতে পারবেন তা জানেন না তিনি।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শওকাতুল আলম সময়ের কণ্ঠস্বরকে জানান, তাদের সীমানা এলাকায় রাস্তা-ঘাটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় একসঙ্গে অনেক গাড়ি জড়ো হওয়ায় সড়কটিতে গাড়ির দীর্ঘ লাইনের ফলে সৃষ্ট যানজট জিরানি বাজার এলাকায় পৌঁছে গেছে। তবে খুব শিগগিরই তা স্বাভাবিক হয়ে আসবে বলে জানান তিনি।


এমআর/টিএ



Share this news on:

সর্বশেষ

img
ভারতকে ঘিরে ফেলতে চীনকে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশ: কংগ্রেস Apr 02, 2025
img
সৎ বাবার চাপে রাস্তায় ভিক্ষে করে কেটেছে শৈশব Apr 02, 2025
img
শিশুর পেটে গুলি ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেল Apr 02, 2025
img
বিচ্ছেদ গুঞ্জন অতীত! Apr 02, 2025
img
যারা গুপ্ত রাজনীতি করে তাদের প্রতি শুভকামনা নেই: ছাত্রদল সভাপতি Apr 02, 2025
img
তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলায় এ্যানির দুঃখ প্রকাশ Apr 02, 2025
img
নতুন রাজনৈতিক দলটির নেতৃবৃন্দদের চাপে প্রধান উপদেষ্টা জুনের মধ্যে নির্বাচনের কথা বলছেন: নাছির Apr 02, 2025
img
নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ৩ Apr 02, 2025
img
হাঁটা-চলার জায়গাও ছিল না চিড়িয়াখানায়, দর্শনার্থী প্রায় দুই লাখ Apr 02, 2025
img
সিলেটে মধ্যরাতে বিএনপি-যুবদল সংঘর্ষ Apr 02, 2025