টলিউডের সীমানা ছাড়িয়ে বহু আগেই বলিউডে পা রেখেছেন তিনি। প্রতিটি প্রজেক্টেই নতুনভাবে নজর কাড়তে সক্ষম হয়েছেন। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে আবারও দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। বলছি জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা, যাকে টলিউডে সবাই ভালোবেসে ‘বুম্বাদা’ নামে ডাকেন! এবার তিনি বলিউডে নতুন ভূমিকায় হাজির হতে চলেছেন—প্রযোজক হিসেবে। হিন্দি ধারাবাহিক প্রযোজনার মাধ্যমে এই নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন প্রসেনজিৎ।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলা ধারাবাহিক প্রযোজনায় দীর্ঘদিন ধরেই যুক্ত রয়েছেন প্রসেনজিৎ। তার প্রযোজনা সংস্থা এনআইডিয়াজ ইতিমধ্যে ‘মহানায়ক’, ‘আলোর কোলে’, ‘অমরসঙ্গী’র মতো জনপ্রিয় ধারাবাহিক উপহার দিয়েছে।
বর্তমানে ছোটপর্দায় প্রচারিত হচ্ছে তার প্রযোজিত ‘মিত্তির বাড়ি’। এবার হিন্দি ধারাবাহিকের প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। ‘কভি নিম নিম কভি শহদ শহদ’ নামে একটি ধারাবাহিক প্রযোজনা করছেন প্রসেনজিৎ।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’র হিন্দি রিমেক হিসেবেই আসছে নতুন এই মেগা সিরিয়াল। যদিও এনআইডিয়াজের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে ধারাবাহিকটিতে ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেতা আরবার কাজি ও আফিয়া তয়বালির অভিনয়ের কথা শোনা যাচ্ছে।
উল্লেখ্য, এর আগেও বাংলা টেলিভিশনের বেশ কয়েকজন সফল প্রযোজক বলিউডের হিন্দি ধারাবাহিক প্রযোজনায় যুক্ত হয়েছেন এবং সাফল্য পেয়েছেন। তাদের মধ্যে লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়, সুশান্ত দাস, স্নেহাশিস চক্রবর্তীর নাম উল্লেখযোগ্য। এবার সেই তালিকায় যোগ হলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামও।
এসএস