গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানিকৃত গাড়ি ও যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ নতুন শুল্কারোপের ঘোষণা দিয়েছেন, যা বিশ্বব্যাপী বাণিজ্য উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ট্রাম্প জানিয়েছেন, আগামী ২ এপ্রিল থেকে এই নতুন শুল্ক কার্যকর হবে এবং পরদিন থেকেই আমদানি করা যানবাহনের ওপর শুল্কারোপ শুরু হবে। গাড়ির যন্ত্রাংশের ওপর শুল্ক আরোপের বিষয়টি মে মাস বা তারও পরে কার্যকর হতে পারে।

ট্রাম্প দাবি করেছেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের গাড়ি শিল্পে "অসাধারণ প্রবৃদ্ধি" ঘটাবে এবং দেশে কর্মসংস্থান ও বিনিয়োগকে উৎসাহিত করবে। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এর ফলে যুক্তরাষ্ট্রে গাড়ির উৎপাদন ব্যাহত হতে পারে, দাম বাড়তে পারে এবং মিত্রদেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে।

যুক্তরাষ্ট্র প্রতিবছর প্রায় ৮০ লাখ গাড়ি আমদানি করে, যার মোট মূল্য ২৪০ বিলিয়ন মার্কিন ডলার এবং এটি দেশটির মোট গাড়ি বিক্রয়ের প্রায় অর্ধেক। দেশটির শীর্ষ বিদেশি গাড়ি সরবরাহকারী দেশগুলোর মধ্যে রয়েছে মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, জাপান, কানাডা ও জার্মানি।

বিশ্বব্যাপী গাড়ি বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলকে বাধাগ্রস্ত করতে পারে ট্রাম্পের এই সিদ্ধান্ত। বিশেষ করে অনেক মার্কিন গাড়ি কোম্পানি মেক্সিকো ও কানাডায় তাদের উৎপাদন কার্যক্রম পরিচালনা করে, যা তিন দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় পড়ে।

হোয়াইট হাউস জানিয়েছে, নতুন শুল্ক শুধু প্রস্তুত গাড়ির ক্ষেত্রেই নয়, বরং যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এর ফলে বুধবার জেনারেল মোটরসের শেয়ারমূল্য অন্তত ৩ শতাংশ কমে গেছে।

সংবাদ সম্মেলনে নীতিতে পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে ট্রাম্প স্পষ্টভাবে জানান, "না, এটি স্থায়ী।" তিনি আরও বলেন, "যদি যুক্তরাষ্ট্রে গাড়ি তৈরি করেন, তাহলে কোনো শুল্ক নেই।"

এদিকে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ট্রাম্পের ঘোষিত শুল্কের প্রতিক্রিয়ায় বলেছেন, "আমরা সব ধরনের বিকল্প বিবেচনা করবো।" জাপান বিশ্বের অন্যতম প্রধান মোটরগাড়ি উৎপাদনকারী দেশ এবং পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম গাড়ি রপ্তানিকারক।


এসএস

Share this news on:

সর্বশেষ

img
ভারতকে ঘিরে ফেলতে চীনকে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশ: কংগ্রেস Apr 02, 2025
img
সৎ বাবার চাপে রাস্তায় ভিক্ষে করে কেটেছে শৈশব Apr 02, 2025
img
শিশুর পেটে গুলি ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেল Apr 02, 2025
img
বিচ্ছেদ গুঞ্জন অতীত! Apr 02, 2025
img
যারা গুপ্ত রাজনীতি করে তাদের প্রতি শুভকামনা নেই: ছাত্রদল সভাপতি Apr 02, 2025
img
তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলায় এ্যানির দুঃখ প্রকাশ Apr 02, 2025
img
নতুন রাজনৈতিক দলটির নেতৃবৃন্দদের চাপে প্রধান উপদেষ্টা জুনের মধ্যে নির্বাচনের কথা বলছেন: নাছির Apr 02, 2025
img
নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ৩ Apr 02, 2025
img
হাঁটা-চলার জায়গাও ছিল না চিড়িয়াখানায়, দর্শনার্থী প্রায় দুই লাখ Apr 02, 2025
img
সিলেটে মধ্যরাতে বিএনপি-যুবদল সংঘর্ষ Apr 02, 2025