বঙ্গবন্ধু-জিয়াউর রহমান ও আমাকে অস্বীকার করলে স্বাধীনতা বেহাত হবে

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, "জয় বাংলা" স্লোগান এবং স্বাধীনতার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো ভুলত্রুটি নেই। তিনি সতর্ক করে বলেন, "বঙ্গবন্ধু, জিয়াউর রহমান ও আমাকে অস্বীকার করলে স্বাধীনতা বেহাত হবে।"

শুক্রবার (২৮ মার্চ) টাঙ্গাইলের বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী আরও বলেন, "জাতীয় স্মৃতিসৌধে 'জয় বাংলা' স্লোগান দেওয়ায় গ্রেপ্তার হতে হয়েছিল, এর আগেই আমার মৃত্যু হওয়া ভালো ছিল। কারণ 'জয় বাংলা' স্লোগান কারও দলের নয়। আমাদের অনেকের ভুলত্রুটি থাকতে পারে, কিন্তু স্বাধীনতা কিংবা 'জয় বাংলা' স্লোগানের কোনো ভুলত্রুটি নেই।"

তিনি রাষ্ট্রপতির ইফতার মাহফিলে সম্মানিত হওয়া প্রসঙ্গে বলেন, "আমি এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ ছাড়া শ্রেষ্ঠ বিচারক আর কেউ নেই। আমি এটা বিশ্বাস করে এ পর্যন্ত এসেছি এবং ভবিষ্যতেও বিশ্বাস করেই চলবো।"

কাদের সিদ্দিকী বলেন, "এই দেশে স্বাধীনতা যুদ্ধে আমাদের সবার অবদান আছে, রক্ত আছে, ঘাম আছে।"

অনুষ্ঠানে বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম আল মনছুর, সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন সজিব ও বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন।

এসএস

Share this news on: