সনাতন মানে নৌকায় ভোট দেয়, এই ধারণা পাল্টাতে হবে: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এক মতবিনিময় সভায় বলেছেন, "এই দেশটা কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের নয়, বরং এই দেশে যারা বসবাস করেন, যারা এই দেশের নাগরিক, তাদের সবাইকে সমানভাবে সম্মান করতে হবে।" তিনি আরও বলেন, দেশের জনগণের মধ্যে একটি ভ্রান্ত ধারণা রয়েছে, যেমন, সনাতন ধর্মাবলম্বী মানুষ নৌকায় ভোট দেয়—এটি পাল্টাতে হবে এবং সবাইকে একসঙ্গে মিলেমিশে থাকতে হবে।

সারজিস আলম বলেন, "অন্যদিকে, যদি আওয়ামী লীগ মনে করে যে ‘আমি কিছু দিই আর না দিই, তাদের ভোট তো আমি পাব’, তাহলে তারা কখনোই জনগণের জন্য কিছু দেবে না।" তিনি যুক্ত করেন, গত কয়েক বছর ধরে আওয়ামী লীগ সরকার জনগণের সঠিক সেবা প্রদান করতে ব্যর্থ হয়েছে এবং কিছু লোক শুধুমাত্র কয়েকজনকে সুযোগ-সুবিধা দিয়েছে, অথচ সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষ উপেক্ষিত রয়েছে।

তিনি আরও বলেন, "৫ আগস্টের পর অনেকেই তাদের বাড়ি-ঘর ছেড়ে চলে গেছেন এবং বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে, যা তাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে।" এই হামলাগুলোকে সুযোগসন্ধানী এবং দখলদারি হিসেবে চিহ্নিত করেন সারজিস আলম। তিনি বলেন, এই ধরনের ঘটনা আওয়ামী লীগ সরকারের সময়েও ঘটেছিল এবং এখনো কিছু লোক এসব করছে।

সারজিস আলম উপস্থিত সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে বলেন, "যারা আপনাদের কথা শুনবে, আপনাদের হয়ে কথা বলবে, আপনার পাশে দাঁড়াবে, তাদেরই ভোট দেবেন।" তিনি আরও বলেন, "এলাকায় কিছু লোক রয়েছে যারা আপনাদের বিভ্রান্ত করতে চাইবে, তাই সরাসরি আমাকে জিজ্ঞাসা করবেন যদি কোনো বিষয়ে আপনার ভুল ধারণা থাকে।"

মতবিনিময় সভায় দক্ষিণেশ্বর দেবোত্তর এস্টেটের ইনচার্জ রবীন চন্দ্র বর্মন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পঞ্চগড় জেলা শাখার সভাপতি কল্যাণ কুমার ঘোষ, আটোয়ারী উপজেলা শাখার সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ এবং পূজা উদ্‌যাপন পরিষদের আটোয়ারী উপজেলা শাখার সভাপতি মনোজ রায়সহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এসএস

Share this news on: