দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুরে রথের বাজার মসজিদের পাশে জামায়াতের ইফতার মাহফিলের আয়োজনের মধ্যে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২৮ মার্চ) বিকেলে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওয়ার্ড বিএনপির সদস্যরা জামায়াত কর্মীদের ওপর হামলা চালায়, এতে দুইজন জামায়াত কর্মী আহত হয়ে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হামলা সম্পর্কে জামায়াত কর্মী আনিসুর রহমান বলেন, "একটি মিলের চাতালে ইফতারের প্রস্তুতি চলাকালে ওয়ার্ড বিএনপির সভাপতি মোহবুল খাঁর ছোট ভাই আশাবুদ্দিন খাঁ বাধা দেন। জামায়াতের কর্মীরা তাদের কথায় কর্ণপাত না করে আয়োজন চালিয়ে যেতে থাকেন। এরপর আমি বাজারে চায়ের দোকানে গিয়ে হামলার শিকার হই।" তার দাবি, তার মামাতো ভাই দেলোয়ার হোসেনও হামলার শিকার হন।
এছাড়াও, ওয়ার্ড জামায়াতের আমির আব্দুল্লাহ জানান, হামলার পর ইফতারের আয়োজনস্থলে হামলা চালানো হয় এবং সাধারণ সম্পাদক আবু বক্করের মোটরসাইকেলটি ভেঙে দেওয়া হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি মোহবুল খাঁ বলেন, "আমি বাসায় ছিলাম, মারামারির ঘটনা শুনে বাজারে গিয়ে আনিসুরের কাছে হামলার শিকার হই।" তিনি দাবি করেন, আনিসুর বিএনপির সমর্থক ছিলেন এবং বর্তমানে জামায়াতের কর্মী হিসেবে কাজ করছেন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বলেন, "ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে হামলাকারী পক্ষ-প্রতিপক্ষরা সরে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
ইফতার মাহফিলের আয়োজকরা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং আহতদের প্রয়োজনীয় সাহায্য প্রদান করার ঘোষণা দিয়েছেন।
এসএস