জামালপুরের মেলান্দহ উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে ছাত্রলীগ নেতা বিজয় হাসান খান মায়ের মরদেহ কাঁধে নিয়ে কবরস্থানে যান।
বৃহস্পতিবার রাতে তার মা বিউটি হাসান খান অসুস্থতাজনিত কারণে মারা যান। মায়ের মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হয় এবং শুক্রবার তাকে তিন ঘণ্টার জন্য মুক্তি দেওয়া হয়।
মুক্তি পেয়ে পুলিশি পাহারায় বিজয় তার মায়ের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেন। তবে এই সময় তিনি হাতকড়া পরেই মায়ের লাশের খাটিয়া বহন করেন এবং জানাজা ও দাফনকাজে অংশ নেন। তার হাতে হাতকড়া এবং দড়ি বাঁধা অবস্থায় শোকসন্তপ্ত বিজয়কে দেখেন উপস্থিত ব্যক্তিরা।
এরপর জানাজা শেষে তাকে আবারও পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়েছে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, বিজয়কে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল, তবে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
এসএস