বলিউডের গ্রিক গড খ্যাত হৃতিক রোশন এবার নতুন ভূমিকায়! একের পর এক ফ্লপের ধাক্কায় যখন তার ক্যারিয়ার প্রশ্নের মুখে, তখনই তিনি নিয়েছেন বড় সিদ্ধান্ত—পরিচালকের চেয়ারে বসতে চলেছেন হৃতিক নিজেই।
যশরাজ ফিল্মসের সঙ্গে হাত মিলিয়ে বহু আগেই ঘোষণা করা হয়েছিল *কৃশ ৪* নির্মাণের। তবে নানা কারণে শুটিং বারবার পিছিয়ে যাচ্ছিল। অবশেষে হৃতিক নিজেই দায়িত্ব নিয়েছেন ছবিটি পরিচালনার। তার বাবা, পরিচালক রাকেশ রোশন, এই খবর নিশ্চিত করে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, হৃতিকই এবার কৃশ ৪ পরিচালনা করবেন এবং ছবিটি দারুণভাবে তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন।
হৃতিকের ঘনিষ্ঠ মহল বলছে, তিনি অন্য পরিচালকদের ওপর আস্থা হারিয়েছেন বলেই নিজেই এই দায়িত্ব নিয়েছেন। রাকেশ রোশনও আশা করছেন, অভিনয়ের মতো পরিচালনায়ও বাজিমাত করবেন হৃতিক। ২০২৬ সালের শুরুতেই *কৃশ ৪*–এর শুটিং শুরু হওয়ার কথা। এখন দেখার বিষয়, পরিচালকের ভূমিকায় তিনি কতটা সফল হন!
এসএস