ছোটবেলায় বাবাকে হারিয়েছি, সংগ্রামকে ভয় পাই না : মমতা বন্দ্যোপাধ্যায়

লন্ডন-বিতর্কের মধ্যেই পোস্ট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাম-বিজেপির একের পর এক নিশানার পর মমতা সোশ্যাল পোস্টে লেখেন নানা কথা। 'ছোটবেলায় বাবাকে হারানো' থেকে জীবনের প্রতিটা পদে যুদ্ধ করে যাওয়ার কথা মনে করিয়ে দেন তিনি। বলেন, 'ছোট থেকেই লড়াই, সংগ্রামকে আমি কখনও ভয় পাই না। কিন্তু বাংলার কৃতিত্বকে কেউ খাটো করার চেষ্টা করলে বরদাস্ত নয়।'

অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝে ছন্দপতন। পশ্চিমবঙ্গের শিল্পায়ন নিয়ে বলতে গেলে, মুখ্যমন্ত্রীকে একের পর এক প্রশ্ন এসএফআই সমর্থকদের। পাল্টা, আর জি করে 'ক্রাউড ফান্ডিং' থেকে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য়মন্ত্রীর সফরসঙ্গী কুণাল ঘোষ সোশাল মিডিয়ায় লিখেছেন, অক্সফোর্ডে ছ'টা বাম-রামের পরিকল্পিত অসভ্যতা উড়িয়ে ছক্কা হাঁকালেন মমতা।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের জায়গা নয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রণে তিনি সেখানে গেছিলেন। তাঁর সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার কড়া নিন্দা করছি, প্রতিক্রিয়া সৌগত রায়ের। আর জি কর ই্স্যু গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল, এটা সত্যি। কিন্তু অক্সফোর্ডে কোনও সাধারণ নাগরিক বিক্ষোভ দেখাননি। দেশকে বেইজ্জত করার জন্য এটা এসএফআই-এর নতুন ছক, পাল্টা অভিযোগ দেবাংশু ভট্টাচার্যর। তৃণমূল নেতা সুদীপ রাহা সোশাল মিডিয়ায় এই পোস্টে লিখেছেন, বাংলায় পারেনি। দেশে পারেনি। লন্ডনে পারেনি। ওরা অক্সফোর্ডে গিয়ে দিদিকে থামাতে চাইছে। ওরে, মমতা একটা লড়াইয়ের নাম। এ লড়াই থামানো যায় নি, যায় না, যাবে না। জ্বলে ওঠো দিদি। তুমি বাংলার আগুন। তুমি দেশের আলো।

দর্শকের তরফে প্রশ্ন ওঠে, ম্যাম, আর জি করের বিষয়টা কী হল? জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনি জানেন, মামলাটি বিচারাধীন এবং এটা কেন্দ্রীয় সরকার নিয়ে নিয়েছে, এটা আর আমাদের কাছে নেই। দয়া করে এখানে রাজনীতি করবেন না, এটা রাজনীতি করার জায়গা নয়। সেটা আপনারা আমার সঙ্গে আমার রাজ্যে করতে পারেন, এখানে নয় এবং আপনি আমার থেকে বেশি ভাল জানেন 'ক্রাউড ফান্ডিং'-সহ আরও বিষয়গুলো।

দর্শকের তরফে ফের প্রশ্ন ওঠে, আমরা যখন কলকাতায় গিয়ে এই প্রশ্ন করি, আপনার মন্ত্রী বলেন, আঙুল ভেঙে দেবেন। মমতা বলেন,' আপনি মিথ্যা বলছেন। ভাই আপনি এটা করবেন না। আমি আপনাকে জবাব দিচ্ছি, এই দেখুন, এভাবে আপনারা আমাকে খুনের চেষ্টা করেছিলেন। দেখুন এটা আপনাদের অত্যাচারের নমুনা। এটা নাটক নয়। এটা আপনি আমায় অপমান করছেন না, আপনি আপনার প্রতিষ্ঠানকে অপমান করছেন। সব জায়গায় এটা এদের স্বভাব, তারা স্বভাব পরিবর্তন করতে পারে না।

হিন্দু প্রসঙ্গ উঠতেই মুখ্যমন্ত্রী বলেন,' আমি সবার জন্য, আমি সবার জন্য, আমি হিন্দু, মুসলিম, শিখ, সাঁই, আমি সবার জন্য, আমি ঐক্যের পক্ষে, আপনারা নন। কোনও একটি নির্দিষ্ট ধর্মের কথা বলবেন না, সব ধর্মের কথা একসঙ্গে বলুন। আপনাদের নেতারা যখন আসবেন, তখন কিন্তু একই জিনিস হতে পারে। এটা মনে রাখবেন। এটা ঠিক নয়। আপনারা আমার ভাই-বোনেরা এখানে রাজনীতি করবেন না। এখানে রাজনীতি করা খুব সহজ, এখানে ন্যারেটিভ তৈরি করা খুব সহজ, নেগেটিভ কাজ করা খুব সহজ, প্লিজ আমার অতিবাম বন্ধুরা এবং বাম বন্ধুরা এবং কিছু সাম্প্রদায়িক শক্তিরা, আপনারা এরকম করবেন না। এটা ঠিক নয়।'

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আমি চাই, আমার বড় বাড়ি হোক, গাড়ি হোক, প্রচুর হীরা থাকুক : কঙ্গনা Jul 08, 2025
img
৫ ডিসেম্বর বক্স অফিসে রণবীর, প্রভাস ও শহীদের মহাযুদ্ধ Jul 08, 2025
img
যারা পিআর চায়, তারাই আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়: দুদু Jul 08, 2025
img
মহাকাশযান চালাল চ্যাটজিপিটি, সফল হলো পরীক্ষা Jul 08, 2025
img
জ্বালানি নিরাপত্তায় সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার Jul 08, 2025
img
পরিকল্পিতভাবে সামাজিক মাধ্যমে বিএনপির নামে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী Jul 08, 2025
img
২০২৫-এ নেটফ্লিক্স ইন্ডিয়া : প্রতিশ্রুতি অনেক, প্রাপ্তি নামমাত্র Jul 08, 2025
ডিপজলের প্রতি নারী ভক্তের গুরুত্বর অভিযোগ Jul 08, 2025
‘টানা দুই বছর প্রতিদিন ইসরায়েলে হামলার সক্ষমতা রয়েছে ইরানের’ Jul 08, 2025
img
শিল্পোৎপাদনে স্থিতিশীলতা আনতে বিশ্বজুড়ে খনি কিনছে চীন Jul 08, 2025
img
‘ব্যাচেলর পয়েন্ট’র নির্মাতা ও অভিনেতাসহ ৬ জনকে লিগ্যাল নোটিশ Jul 08, 2025
img
পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার: রিজওয়ানা হাসান Jul 08, 2025
img
সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা Jul 08, 2025
img
স্থগিত ‘ইন্ডিয়ান ৩’, নির্মাণ ভবিষ্যৎ এখন অনিশ্চিত! Jul 08, 2025
img
খাদ্যপণ্য এবং অস্ত্র কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র গুরুত্ব পাবে: বাণিজ্য সচিব Jul 08, 2025
img
যারা ‘আই হেট পলিটিকস’ বলতো, তারাই বেশি করে রাজনীতিতে জড়িত হচ্ছেন: মান্না Jul 08, 2025
img
১১৯ বারের মতো পিছিয়েছে সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন Jul 08, 2025
img
অ্যাকশন ছবিতে টম ক্রুজের সঙ্গে স্ক্রিন ভাগ করতে চান প্রিয়াঙ্কা Jul 08, 2025
img
তামিম ভাইয়ের খেলা ফলো করতাম, এখন ট্রাভিস হেডের খেলা ভালো লাগে: ইমন Jul 08, 2025
img
বাবর-রিজওয়ান-শাহিনদের বাদ রেখেই বাংলাদেশে আসছে পাকিস্তান Jul 08, 2025