ছোটবেলায় বাবাকে হারিয়েছি, সংগ্রামকে ভয় পাই না : মমতা বন্দ্যোপাধ্যায়

লন্ডন-বিতর্কের মধ্যেই পোস্ট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাম-বিজেপির একের পর এক নিশানার পর মমতা সোশ্যাল পোস্টে লেখেন নানা কথা। 'ছোটবেলায় বাবাকে হারানো' থেকে জীবনের প্রতিটা পদে যুদ্ধ করে যাওয়ার কথা মনে করিয়ে দেন তিনি। বলেন, 'ছোট থেকেই লড়াই, সংগ্রামকে আমি কখনও ভয় পাই না। কিন্তু বাংলার কৃতিত্বকে কেউ খাটো করার চেষ্টা করলে বরদাস্ত নয়।'

অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝে ছন্দপতন। পশ্চিমবঙ্গের শিল্পায়ন নিয়ে বলতে গেলে, মুখ্যমন্ত্রীকে একের পর এক প্রশ্ন এসএফআই সমর্থকদের। পাল্টা, আর জি করে 'ক্রাউড ফান্ডিং' থেকে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য়মন্ত্রীর সফরসঙ্গী কুণাল ঘোষ সোশাল মিডিয়ায় লিখেছেন, অক্সফোর্ডে ছ'টা বাম-রামের পরিকল্পিত অসভ্যতা উড়িয়ে ছক্কা হাঁকালেন মমতা।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের জায়গা নয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রণে তিনি সেখানে গেছিলেন। তাঁর সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার কড়া নিন্দা করছি, প্রতিক্রিয়া সৌগত রায়ের। আর জি কর ই্স্যু গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল, এটা সত্যি। কিন্তু অক্সফোর্ডে কোনও সাধারণ নাগরিক বিক্ষোভ দেখাননি। দেশকে বেইজ্জত করার জন্য এটা এসএফআই-এর নতুন ছক, পাল্টা অভিযোগ দেবাংশু ভট্টাচার্যর। তৃণমূল নেতা সুদীপ রাহা সোশাল মিডিয়ায় এই পোস্টে লিখেছেন, বাংলায় পারেনি। দেশে পারেনি। লন্ডনে পারেনি। ওরা অক্সফোর্ডে গিয়ে দিদিকে থামাতে চাইছে। ওরে, মমতা একটা লড়াইয়ের নাম। এ লড়াই থামানো যায় নি, যায় না, যাবে না। জ্বলে ওঠো দিদি। তুমি বাংলার আগুন। তুমি দেশের আলো।

দর্শকের তরফে প্রশ্ন ওঠে, ম্যাম, আর জি করের বিষয়টা কী হল? জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনি জানেন, মামলাটি বিচারাধীন এবং এটা কেন্দ্রীয় সরকার নিয়ে নিয়েছে, এটা আর আমাদের কাছে নেই। দয়া করে এখানে রাজনীতি করবেন না, এটা রাজনীতি করার জায়গা নয়। সেটা আপনারা আমার সঙ্গে আমার রাজ্যে করতে পারেন, এখানে নয় এবং আপনি আমার থেকে বেশি ভাল জানেন 'ক্রাউড ফান্ডিং'-সহ আরও বিষয়গুলো।

দর্শকের তরফে ফের প্রশ্ন ওঠে, আমরা যখন কলকাতায় গিয়ে এই প্রশ্ন করি, আপনার মন্ত্রী বলেন, আঙুল ভেঙে দেবেন। মমতা বলেন,' আপনি মিথ্যা বলছেন। ভাই আপনি এটা করবেন না। আমি আপনাকে জবাব দিচ্ছি, এই দেখুন, এভাবে আপনারা আমাকে খুনের চেষ্টা করেছিলেন। দেখুন এটা আপনাদের অত্যাচারের নমুনা। এটা নাটক নয়। এটা আপনি আমায় অপমান করছেন না, আপনি আপনার প্রতিষ্ঠানকে অপমান করছেন। সব জায়গায় এটা এদের স্বভাব, তারা স্বভাব পরিবর্তন করতে পারে না।

হিন্দু প্রসঙ্গ উঠতেই মুখ্যমন্ত্রী বলেন,' আমি সবার জন্য, আমি সবার জন্য, আমি হিন্দু, মুসলিম, শিখ, সাঁই, আমি সবার জন্য, আমি ঐক্যের পক্ষে, আপনারা নন। কোনও একটি নির্দিষ্ট ধর্মের কথা বলবেন না, সব ধর্মের কথা একসঙ্গে বলুন। আপনাদের নেতারা যখন আসবেন, তখন কিন্তু একই জিনিস হতে পারে। এটা মনে রাখবেন। এটা ঠিক নয়। আপনারা আমার ভাই-বোনেরা এখানে রাজনীতি করবেন না। এখানে রাজনীতি করা খুব সহজ, এখানে ন্যারেটিভ তৈরি করা খুব সহজ, নেগেটিভ কাজ করা খুব সহজ, প্লিজ আমার অতিবাম বন্ধুরা এবং বাম বন্ধুরা এবং কিছু সাম্প্রদায়িক শক্তিরা, আপনারা এরকম করবেন না। এটা ঠিক নয়।'

এসএম/এসএন

Share this news on: