২০২৫ সালের ৫ ডিসেম্বর বলিউডের ইতিহাসে স্মরণীয় দিন হয়ে থাকবে, এমন ইঙ্গিত এখন থেকেই মিলছে। একই দিনে মুক্তি পেতে চলেছে তিনটি বড় বাজেটের ছবি - রণবীর সিং-এর ‘ধুরন্ধর’, প্রভাসের ‘দ্য রাজা সাব’ এবং শহীদ কাপুরের একটি নামহীন অ্যাকশন থ্রিলার। ভিন্ন ঘরানা, ভিন্ন নায়ক আর ভিন্ন দর্শকগোষ্ঠী— এই তিন ছবির মুখোমুখি হওয়া মানেই বক্স অফিসে শুরু হতে যাচ্ছে এক মহাযুদ্ধ।
প্রথমেই বলি ‘ধুরন্ধর’-এর কথা। ‘উরি’ খ্যাত পরিচালক আদিত্য ধর-এর এই ছবিতে রণবীর সিং ফিরছেন তাঁর নিজস্ব শক্তিময় স্টাইলে। দেশাত্মবোধক থিম, কৌশলী অ্যাকশন ও শক্তিশালী স্টারকাস্ট নিয়ে এই ছবি যেন রণবীরের ডন ৩ পূর্ববর্তী ঘুরে দাঁড়ানোর এক সুযোগ। সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবনের মতো অভিনেতারা থাকছেন তার সঙ্গে। ফলে এই ছবি কেবল অ্যাকশনের নয়, তারকাবহুল উপস্থাপনারও প্রতীক।
অন্যদিকে প্রভাস তার নতুন ছবি ‘দ্য রাজা সাব’-এ এক ভিন্ন মেজাজে ধরা দিচ্ছেন। রোম্যান্স, হরর এবং কমেডির এক অদ্ভুত সংমিশ্রণে তৈরি এই ছবিতে তিনি থাকছেন দ্বৈত চরিত্রে। পরিচালক মারুতি এই প্রথমবার প্রভাসকে এমন হালকা ঘরানায় নিয়ে এসেছেন। ইতিমধ্যে প্রকাশিত টিজার দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। দীর্ঘদিন পর রোম্যান্টিক ঘরানায় ফেরা প্রভাসের জন্য এই ছবি হতে পারে এক নতুন মোড়।
তবে সবচেয়ে রহস্যময় ছবিটি শহীদ কাপুর ও বিশাল ভরদ্বাজের পুনর্মিলন। এক সময় ‘কমিনে’ দিয়ে দর্শকদের মনে দাগ কেটে যাওয়া এই জুটি এবার ফিরছেন এক ডার্ক অ্যাকশন থ্রিলার নিয়ে। ছবির নাম এখনও প্রকাশ না হলেও শহীদ ও ত্রিপ্তি ডিমরির রসায়ন এবং দিশা পাটানির উপস্থিতি ছবিটিকে নিয়ে গেছে বিশেষ কৌতূহলের কেন্দ্রে।
এই তিনটি ছবি তিনটি ভিন্ন মেজাজ ও দর্শকপ্রবণতা নিয়ে এলেও, তাদের মুক্তির তারিখ এক হওয়ায় নিশ্চিতভাবেই বক্স অফিসে একটি বড় সংঘর্ষ দেখা যাবে। বড় প্রশ্ন হলো - কে জিতবে এই শোডাউন? রণবীরের অ্যাকশন-ড্রামা, প্রভাসের রোম-কম হরর, নাকি শহীদের ডার্ক থ্রিলার?
সবকিছু ছাপিয়ে বলা যায়, ৫ ডিসেম্বর কেবলমাত্র এক মুক্তির দিন নয় - এটি এক যুগপৎ পরীক্ষার দিন, যেখানে তিন সুপারস্টার, তিন ঘরানা ও তিনটি দর্শকগোষ্ঠী মুখোমুখি হবে।
টিকে/