এক্স ও এক্সএআই একীভূত করেছেন বলে ঘোষণা দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। গতকাল শনিবার তিনি এই ঘোষণা দেন। এই একীভূতকরণের ফলে এক্সএআইয়ের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০ বিলিয়ন ডলার এবং এক্স-এর মূল্য ৩৩ বিলিয়ন ডলার। খবর এএফপির।\
তবে ইলন মাস্ক ২০২২ সালে টুইটার কিনেছিলেন ৪৪ বিলিয়ন ডলারে। ইলন মাস্ক এক্স-এ দেওয়া পোস্টে জানিয়েছেন, এক্সএআই ‘সম্পূর্ণ স্টক স্থানান্তরের মাধ্যমে এক্স অধিগ্রহণ করেছে।
এর আগে এক্স এবং এক্সএআই সহযোগী প্রতিষ্ঠান ছিল। এক্সএআইয়ের গ্রোক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এক্স-এর লাখ লাখ পোস্টের মাধ্যমে।
এক্স ব্যবহারকারীদের জন্য গ্রোক উন্মুক্ত করা হয়েছে। বিনামূল্যে ব্যবহারের পাশাপাশি প্রিমিয়াম সংস্করণও চালু করেছেন ইলন মাস্ক।
তিনি লিখেছেন, ‘এক্সএআই এবং এক্স-এর ভবিষ্যৎ পরস্পর সংযুক্ত। আমরা ডাটা, মডেল, কম্পিউটিং, বিতরণ ও প্রতিভাকে একত্রিত করার জন্য আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ নিচ্ছি।
এক্সএআইয়ের উন্নত এআই সক্ষমতা এবং দক্ষতার সঙ্গে এক্স-এর বিশাল বিস্তৃতি একত্রিত করে এই একীভূতকরণ বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
এফপি/এস এন