শাহরুখ-মাহিরার ধারায় আসছেন শাকিব-ইধিকা

ঈদের আনন্দে বাড়তি বিনোদন যোগাতে খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে ‘বরবাদ’ সিনেমার নতুন গান মায়াবী। আর নতুন এ গানেই ঢালিউড মেগাস্টার শাকিব খান ও কলকাতার ইধিকা পাল ধরা দিয়েছেন বলিউড মেগাস্টার শাহরুখ খান ও পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের লুকে।

গতকাল শনিবার (২৯ মার্চ) অন্তর্জালে মুক্তি পেয়েছে নতুন গান ‘মায়াবী’র প্রমো। মাত্র ২৫ সেকেন্ডের প্রমোতে দেখা যায় ‘বরবাদ’ সিনেমার নায়ক শাকিব ও নায়িকা ইধিকা মরুভূমির বালুতে কালো রংয়ের পোশাক পরে হাঁটছেন।

এ প্রমো দেখেই নেটিজেনরা হারিয়ে গেছে ২০১৭ সালের বলিউড সিনেমা ‘রইস’র স্মৃতিতে। শাকিব ও ইধিকাকে দেখে দর্শকদের মনে পড়েছে শাহরুখ ও মাহিরার ‘জালিমা’ গানের স্মৃতি।

তাই ‘মায়াবী’ গানের প্রমো অন্তর্জালে প্রকাশ পেতেই পুরো গানটি দেখতে আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের। রোমান্টিক ঘরানার গানটি লিখেছেন রীতম সেন। ইমরান খান ও কোনালের গাওয়া এ গান ও ভিডিও বাংলা সিনেমায় গড়বে নতুন রেকর্ড, এমনই প্রত্যাশা দর্শকদের।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শাকিব ও ইধিকা। ‘তুফান’ সিনেমার পর এ সিনেমাতেও গ্যাংস্টার রূপে ধরা দিয়েছেন শাকিব। অ্যাকশন আর রোমান্টিক ঘরানার এ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিশা সওদাগর ও কলকাতার যীশু সেনগুপ্তকে।

শাহরীন আক্তার ও আজিম হারুনের প্রযোজনায় ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘বরবাদ’। আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

আরএ/এসএন

Share this news on: