পুতিনের ওপর ফের চটেছেন ট্রাম্প, রাগ না ভাঙালে আসছে নিষেধাজ্ঞা!

পুতিনের ওপর ‘খুব রেগে’ আছেন ট্রাম্প। সংবাদমাধ্যম এন/বি/সিকে দেয়া সাক্ষাৎকারে এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়া ও পুতিনকে নিয়ে ফের একবার সুর বদল করলেন মার্কিন প্রেসিডেন্ট।

৩০ মার্চ এন/বি/সি'র সাংবাদিক ক্রিস্টেন ওয়াকারের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান ছিল। সেখানে তিনি জানান, সকালেই তার ট্রাম্পের সঙ্গে ফোনালাপ হয়। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভবিষ্যৎ নিয়ে সম্প্রতি পুতিন যে মন্তব্য করেছেন—ফোনকলে সে বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প।

ক্রিস্টেন ওয়াকারের ভাষ্যমতে, ট্রাম্প তাকে বলেছেন, ‘ইউক্রেনে রক্তপাত বন্ধ করার জন্য আমি ও রাশিয়া যদি একটি চুক্তিতে পৌঁছাতে না পারি, আর যদি মনে করি যে এটা রাশিয়ার ভুলের কারণে হয়েছে... তাহলে রাশিয়া থেকে আসা সব জ্বালানি তেলের ওপর দ্বিতীয় ধাপে শুল্ক আরোপ করব।’

দিন কয়েক আগে পুতিন বলেছিলেন, ইউক্রেনে জেলেনস্কিকে সরিয়ে একটি অন্তর্বর্তী প্রশাসনকে ক্ষমতায় আনতে হবে। তারাই যুদ্ধ বন্ধে কাজ করবে এবং দেশটিতে একটি নির্বাচনের আয়োজন করবে। রুশ প্রেসিডেন্টের এই মন্তব্যের বিষয়ে ওয়াকারকে ট্রাম্প জানান, তিনি পুতিনের ওপর ‘খুবই রাগান্বিত ও বিরক্ত’ হয়েছেন।

ইউক্রেনের তিন বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসার পর থেকে এই যুদ্ধ বন্ধে তোরজোর শুরু করেছেন ট্রাম্প। এরইমধ্যে ইউক্রেন ও রাশিয়া—দুই পক্ষের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে দফায় দফায় আলোচনা করেছে তার প্রশাসন। তবে এখনো স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি আসেনি।

এ ছাড়া ইউক্রেনের ৩০ দিনের যুদ্ধবিরতির যে যৌথ প্রস্তাব কিয়েভ ও ওয়াশিংটন দিয়েছিল, সেটিও ফিরিয়ে দিয়েছেন পুতিন। এন/বি/সিকে ট্রাম্প বলেন, 'আমি যে রেগে আছেন তা পুতিন জানেন। তবে রুশ প্রেসিডেন্টের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক রয়েছে। পুতিন যদি সঠিক কাজটা করেন, তাহলে এই রাগ দ্রুত প্রশমিত হবে।'

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ভারতকে ঘিরে ফেলতে চীনকে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশ: কংগ্রেস Apr 02, 2025
img
সৎ বাবার চাপে রাস্তায় ভিক্ষে করে কেটেছে শৈশব Apr 02, 2025
img
শিশুর পেটে গুলি ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেল Apr 02, 2025
img
বিচ্ছেদ গুঞ্জন অতীত! Apr 02, 2025
img
যারা গুপ্ত রাজনীতি করে তাদের প্রতি শুভকামনা নেই: ছাত্রদল সভাপতি Apr 02, 2025
img
তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলায় এ্যানির দুঃখ প্রকাশ Apr 02, 2025
img
নতুন রাজনৈতিক দলটির নেতৃবৃন্দদের চাপে প্রধান উপদেষ্টা জুনের মধ্যে নির্বাচনের কথা বলছেন: নাছির Apr 02, 2025
img
নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ৩ Apr 02, 2025
img
হাঁটা-চলার জায়গাও ছিল না চিড়িয়াখানায়, দর্শনার্থী প্রায় দুই লাখ Apr 02, 2025
img
সিলেটে মধ্যরাতে বিএনপি-যুবদল সংঘর্ষ Apr 02, 2025