ঈদ শুভেচ্ছা জানিয়ে ভোটাধিকার ফেরাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে দেশবাসীর ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার (৩১ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানান খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

খালেদা জিয়া বলেন, আপনাদের এত ত্যাগ-সংগ্রাম বৃথা যায়নি এবং যাবে না। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরস্পর পরস্পরকে সহযোগিতা করবেন। দেশবাসীর ভোটের অধিকার আবার সবাই মিলে প্রতিষ্ঠা করতে হবে।

শুভেচ্ছা বিনিময়ের সময় বিএনপি চেয়ারপারসন আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় দলীয় নেতাকর্মীদের দেশবাসীর পাশে থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশনা দেন তিনি। বলেন, দেশবাসীকে আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক।

শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সবার কাছে দোয়া চান।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। ছবি ভিডিও থেকে নেয়া

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সূচনা বক্তব্য রাখেন। তিনি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া বিএনপি ভাইস-চেয়ারম্যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর সভাপতি সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতারও উপস্থিত ছিলেন।

সভার সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

Share this news on:

সর্বশেষ

img
এই সরকার ব্যর্থ হলে শহীদদের রক্ত বৃথা যাবে : সুলতান সালাউদ্দিন টুকু Apr 03, 2025
img
নওগাঁয় লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হলো বসতবাড়ি Apr 03, 2025
img
রাশিয়ার ওপর কেন শুল্ক আরোপ করেননি ট্রাম্প? Apr 03, 2025
img
‘যুবদলে এখন নিয়ন্ত্রণ নেই’, উপজেলা সদস্যসচিব Apr 03, 2025
img
নোয়াখালীতে জমজ ২ দুই বোনকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ Apr 03, 2025
img
গ্রাম থেকে বৈশ্বিক পরিবর্তনের বার্তা পৌঁছাল ড. ইউনূস Apr 03, 2025
img
ঐক্যমতের ভিত্তিতে ড. ইউনূস ২ থেকে ৪ বছর সরকারে থাকতে পারেন : আসাদুজ্জামান ফুয়াদ Apr 03, 2025
img
মুন্সিগঞ্জে সেনা অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১৬ Apr 03, 2025
img
সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ভারতীয় চোরাকারবারি Apr 03, 2025
img
বিমসটেক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস Apr 03, 2025