বিশ্বের প্রত্যেক দেশে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান ট্রাম্প।
তিনি জানান, আগামী ২ এপ্রিল থেকে শুল্কের ঘোষণাটি প্রত্যেক দেশের জন্য প্রযোজ্য হবে। যুক্তরাষ্ট্র কেবল সেই দেশগুলোর ওপর পাল্টা শুল্ক বসাবে, যারা মার্কিন পণ্যের ওপর আমদানি শুল্ক আরোপ করে বা যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে। ট্রাম্প এবার স্পষ্ট করে বলেছেন, এটি শুধু নির্দিষ্ট কিছু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমরা প্রত্যেক দেশের ওপরেই শুল্ক আরোপ করা শুরু করবো।
ধারণা ছিল, বড় অর্থনীতির যে দেশগুলোর সঙ্গে মার্কিন বাণিজ্য ভারসাম্য নেই, কেবল সেসব দেশের পণ্যের ওপর ট্রাম্প কর আরোপ করবেন। কিন্তু রোববার ট্রাম্পের ঘোষণায় সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। ট্রাম্প জানান, আমি ১০-১৫টি দেশের ব্যাপারে কোনো গুজব শুনিনি। আমরা প্রত্যেক দেশকে অন্তর্ভুক্ত করেছি, কোনো ছাড় নেই।
মার্কিন বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেছেন, বিশ্বের প্রত্যেক দেশের ওপর শুল্ক বসালে বছরে প্রায় ৬০০ বিলিয়ন ডলার রাজস্ব আসবে। যা আগামী ১০ বছরে ৬ ট্রিলিয়ন ডলার হবে। এর আগে চলতি মাসের শুরুতে মার্কিন অর্থনীতি বিষয়ক উপদেষ্টা কেভিন হাসেট জানিয়েছিলেন, মার্কিন বাণিজ্য ঘাটতির জন্য দায়ী ১০-১৫টি দেশের দিকে নজর দেওয়া হবে। তবে রোববার প্রত্যেক দেশে ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় হাসেটের সেই আলোচনা কোনো পাত্তা পায়নি।
এফপি/এস এন