গুজরাতের বনাসকাঁঠা জেলার ডীসা শিল্পতালুক এলাকায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।
বিস্ফোরণে কারখানার একাংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, আহত হয়েছেন বহু কর্মী। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন।
আনন্দবাজার জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ডীসার কাছে শিল্পাঞ্চলে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কারখানার কাঠামো ভেঙে পড়ে এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়ায়। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ধ্বংসস্তূপের নিচে আরও শ্রমিক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বনাসকাঁঠার জেলাশাসক মিহির পটেল জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। পরে বিভিন্ন হাসপাতাল থেকে আরও ৭ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও প্রশাসন ঘটনার কারণ তদন্ত শুরু করেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই কারখানায় বেআইনিভাবে বিপজ্জনক বিস্ফোরক মজুদ রাখা হয়েছিল, যা বিস্ফোরণের কারণ হতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো কারণ নিশ্চিত করা হয়নি।
এই ঘটনার একদিন আগেই পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আট জনের মৃত্যু হয়। সেখানে বেআইনিভাবে বাজি ও বিস্ফোরক পদার্থ মজুত রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
এফপি/এস এন