হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের আমন্ত্রণে আগামী ২ এপ্রিল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইউরোপীয় ইউনিয়নের দেশটিতে সফরে যাচ্ছেন। এ অবস্থায় তাকে গ্রেফতারের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। খবর আরব নিউজ
গাজায় গণহত্যা চালানোর অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করে।
নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র হলেন অরবান। তিনি জানিয়েছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন করবেন না। তবে আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে সংস্থাটির জারি করা গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন করার নিয়ম রয়েছে।
বৈশ্বিক গবেষণার প্রধান এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আইনজীবী ও নীতি নির্ধারণী এরিকা গুয়েভারা রোসাস বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ রয়েছে। কারণ তিনি স্বেচ্ছায় গাজার সাধারণ মানুষকে হত্যা করেছেন। সুতরাং আইসিসির সদস্য অনুযায়ী হাঙ্গেরির উচিত নেতানিয়াহুকে গ্রেফতার করে আদালতের কাছে সোপর্দ করা। যদি তিনি দেশটিতে ভ্রমণ করে থাকেন। আইসিসির সদস্য রাষ্ট্রে তিনি ভ্রমণ করেও গ্রেফতার না হলে ফিলিস্তিনিদের ওপর আরও অত্যাচার করবেন।
তিনি বলেন, নেতানিয়াহুর হাঙ্গেরি সফরকে আন্তর্জাতিক অপরাধ আদালতের ক্ষমতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল। যারা ন্যায় বিচারের জন্য আদালতের পদক্ষেপের প্রতি ভরসা করে তাদেরকেও অপমান করা হয়। কারণ আইসিসির সদস্য রাষ্ট্র হাঙ্গেরিকে এ ধরনের একজন যুদ্ধাপরাধী ব্যক্তিকে আমন্ত্রণ জানানো আন্তর্জাতিক আইনের প্রতি অবমাননা কর।
গুয়েভারা রোসাস বলেন, হাঙ্গেরিতে নেতানিয়াহুর সফর ভবিষ্যতে ইউরোপে মানবাধিকারের জন্য ভালো কিছু বয়ে আনবে না।
আরএ/এসএন