এবারের মৌসুমে একের পর এক ব্যর্থতায় বিপর্যস্ত ম্যানচেস্টার সিটি। তবে দলের ব্যর্থতার মাঝে হারিয়ে যাননি আর্লিং হালান্ড। ক্লাবের হয়ে সব মিলিয়ে সর্বোচ্চ ৩০ গোল করে সিটিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি।
গোড়ালির চোটের কারণে সাত সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছে। তার ছিটকে যাওয়ার বিষয়টি আজ নিশ্চিত করেছেন কোচ পেপ গার্দিওলা।
আগামীকাল লেস্টার সিটির বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সিটিজেনদের এমন দুঃসংবাদ শুনিয়েছেন গার্দিওলা। স্প্যানিশ কোচ বলেছেন, ‘চিকিৎসকরা আমাকে জানিয়েছে, পাঁচ থেকে সাত সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে হালান্ডকে।
আশা করি, মৌসুমের শেষ দিকে ফিরবে এবং ক্লাব বিশ্বকাপের জন্য সে প্রস্তুত হবে।’
মৌসুমের শুরু থেকেই চোট সঙ্গী হয়েছে ম্যানসিটির। ব্যালন ডি’অর জয়ী রদ্রিকে তো এখন মাঠেই পাননি গার্দিওলা। মাঝে চোটে পড়েছিলেন কেভিন ডি ব্রুইনা-জ্যাক গ্রিলিশসহ আরো অনেকে।
এবার সেই কাতারে নাম লেখালেন হালান্ডও। শুরু থেকেই একের পর এক শিষ্যকে চোট পেতে দেখে হতাশাই ঝরল গার্দিওলার কণ্ঠে।
শিষ্যদের প্রতি সমবেদনা জানিয়ে গার্দিওলা বলেছেন, ‘কখনো কখনো এমন কিছু বছর আসে যখন এসব ঘটে। তবে আমাদের ক্ষেত্রে এবার পুরো মৌসুমে ঘটেছে। এমনটা মৌসুমের শেষে হলে অন্যরকম কিছু হতে পারত।
যা-ই হোক এ মৌসুমে যারা চোটে পড়েছে হালান্ডসহ সকলের জন্য দুঃখ প্রকাশ করছি। আমার চাওয়া সে ভালোভাবে সুস্থ হোক, যত দ্রুত সম্ভব। তারপর ফিরে আসুক।’
গত রবিবার বোর্নমাউথকে ২-১ গোলে হারিয়ে সিটির টানা সপ্তমবারের মতো এফএ কাপের সেমিফাইনালে ওঠার দিন চোট পান হালান্ড। ৬১ মিনিটে গোড়ালিতে চোট নিয়ে মাঠ ছাড়ার সময় সেদিনের ম্যাচে প্রথম গোল করে দলকে সমতায়ও ফিরিয়েছিলেন ২৪ বছর বয়সী স্ট্রাইকার। সিটির এমন দুর্দিনে তাকে হারিয়ে বিপাকে গার্দিওলা। কমপক্ষে ৭ ম্যাচ নওরেজিয়ান স্ট্রাইকারকে ছাড়া খেলতে হবে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের। এ সব ম্যাচে তার বিকল্প সমাধান খোঁজার চেষ্টা করবেন বলে জানিয়েছেন গার্দিওলা। তবে এটাও নিশ্চিত করেছেন, হালান্ডের মতো দক্ষতাসম্পন্ন স্ট্রাইকার তার হাতে নেই।
আরএ/এসএন