জুলাই-আগস্ট বিপ্লবকে ভুলে দেশে নব্য ফ্যাসিবাদের আবির্ভাব হয়েছে

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট বিপ্লব বিস্মৃতির ফলে দেশে নব্য ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে।

গতকাল বুধবার (২ এপ্রিল) বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জাহিদুল ইসলাম বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের স্পিরিট হচ্ছে অন্যায় অবিচার জুলুম চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। কিন্তু কেউ কেউ এ স্পিরিট ভুলে গিয়ে ব্যক্তি ও দলীয় স্বার্থে ক্ষমতা লোভী হয়ে নব্য ফ্যাসিবাদী হিসেবে আবির্ভূত ও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তা কখনো সফল হবে না। আবারও দেশপ্রেমিক সৎ ও খোদাভিরু, নির্ভীক, তাকওয়ার গুণাবলী সম্পন্ন ছাত্র-জনতা নব্য ফ্যাসিবাদকে রুখে দিতে রক্তদান ও শহীদ হতে প্রস্তুত আছে।

তিনি আরও বলেন, যাদের রক্ত ও আত্মদানের ফলে আজ মুক্ত বাংলাদেশে কথা বলছেন, ক্ষমতার চেয়ারে বসে আছেন, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, সেই শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। আর যদি ভারতীয় প্রেসক্রিপশন অনুযায়ী করেন, তাহলে শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদের পতনের চাইতেও কঠিন ভাগ্যবরণ করতে হবে। ইতিহাস এটাই বলে, এটাই সত্য।

শিবির সভাপতি বলেন, ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে। ছাত্রশিবির শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ইফতারের আয়োজন করলে প্রশাসন নিষিদ্ধ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতারের আয়োজন করলে শিবির নেতাকর্মীদের রক্তাক্ত করা হয়েছিল। গত বছর ইফতার নিষিদ্ধ করতে গিয়ে সব বিশ্ববিদ্যালয় গণইফতার আয়োজনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের স্পিরিট তৈরি হয়েছিল। বিগত আওয়ামী শাসনামলের ইফতার ও ঈদ আর ৫ আগস্টের পর এবারের ইফতার ও ঈদ অনুষ্ঠানের পার্থক্য নিশ্চয়ই জনগণ বুঝতে পেরেছে।

নোয়াখালী জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি হাফেজ সাইফুর রসূল ফুয়াদের সভাপতিত্বে সেক্রেটারি মিছবাহুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে আমির অধ্যক্ষ বেলায়েত হোসাইন, সেক্রেটারি মিজানুর রহমান, বসুরহাট পৌরসভা আমির মাওলানা মোশাররফ হোসাইন, সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, মাদ্রাসা কার্যক্রম বিষয়ক সম্পাদক আলা উদ্দিন আবির, নোয়াখালী জেলা ছাত্রশিবির দক্ষিণের অফিস সম্পাদক গোলাম আজম টিপু, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শাকিল হোসেন সম্রাট প্রমুখ।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
শ্রদ্ধা কাপুরের ‘ডাইনির হাসি’, এই কারণে সিনেমায় পাচ্ছেন সুযোগ Apr 07, 2025
img
ঢাকা ফেরার পথে বিএনপি নেতা বুলু অসুস্থ, কুমিল্লায় হাসপাতালে ভর্তি Apr 07, 2025
img
কিছু মানুষ টাকার লো‌ভে আ.লীগকে ফিরিয়ে আনতে চাইছে: নজরুল ইসলাম Apr 07, 2025
img
ইন্টিমেসি কোঅর্ডিনেটর কেন দরকার? নিজের অভিজ্ঞতা বললেন অনুপ্রিয়া Apr 07, 2025
img
বিয়েবাড়ি থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার Apr 07, 2025
img
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত আলী রাজধানীতে গ্রেফতার Apr 07, 2025
img
গাজায় গণহত্যার প্রতিবাদে আগামীকাল জামায়াতের দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি Apr 06, 2025
img
ডিআর কঙ্গোতে বৃষ্টির তাণ্ডব, বহু প্রাণহানি Apr 06, 2025
img
প্রবাসীরা পেতে পারেন প্রক্সি সুবিধা, একজন দেবেন সর্বোচ্চ ৩ ভোট Apr 06, 2025
img
ট্রাম্পের শুল্কারোপ পেছানোর সম্ভাবনা নেই : বাণিজ্য উপদেষ্টা Apr 06, 2025