জুলাই অভ্যুত্থানের শহীদ ডা. রুবেলের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার
মোজো ডেস্ক 10:58PM, Apr 01, 2025
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে শহীদ হওয়া ডা. কবিরুল ইসলাম রুবেলের পরিবারকে ঈদ উপহার দিয়েছেন।
আজ মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে শহীদ রুবেলের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপলক্ষে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন।
যাদের একজন ডা. সজীব। তিনি ঢাকার উত্তরায় শহীদ হন ১৮ জুলাই। আর ডা. কবিরুল ইসলাম রুবেল মোহাম্মদপুরে শহীদ হন ৫ আগস্ট। তিনি বাংলাদেশ মেডিক্যাল কলেজের সাবেক শিক্ষার্থী ও ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অফিসার ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এর আগে শহীদ ডা. সজীবের পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও একদল বিশেষজ্ঞ চিকিৎসক। এ সময় জুলাই আন্দোলনে শান্তি সমাবেশে আন্দোলনের পক্ষে কণ্ঠস্বর তোলা বিশিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. আব্দুস শাকুর খান উপস্থিত ছিলেন। তারা শহীদ পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং ভবিষ্যতে তাদের যেকোনো
প্রয়োজনে সার্বিক সাহায্য প্রদানের প্রতিশ্রুতি দেন।