বিরাট কোহলির নামের পাশে সব অর্জনই আছে। তাই চাইলেই অবসর নিতে পারেন ৩৬ বছর বয়সী ব্যাটার। তবে এখনই ব্যাট-প্যাড তুলে রাখার ইচ্ছে নেই ভারতীয় কিংবদন্তির। যেন ক্ষুধা মেটেনি তার।
তা না হলে আরেকটি ওয়ানডে বিশ্বকাপ জয়ের ইচ্ছে প্রকাশ করতে না কোহলি। সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে গিয়ে এমন লক্ষ্যের কথাই জানিয়েছেন ৫১ সেঞ্চুরি নিয়ে ওয়ানডের সর্বোচ্চ শতকের মালিক। তিনি বলেছেন, ‘পরের লক্ষ্য বড়। জানি না, তবে আগামী বিশ্বকাপ (ওয়ানডে) জয়ের চেষ্টা করব।
এখন পর্যন্ত ৪টি খেলে ২০১১ ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন কোহলি। ২০২৭ সালে যখন দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ বিশ্বকাপে খেলবেন তখন তার বয়স ৩৮ হবে। তত দিন পর্যন্ত ফিটনেস ধরে রাখাটা তার জন্য সহজ হবে না। তবে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে ভারতের সাবেক অধিনায়ক বলেছেন, ‘৩৬ বছর বয়সে এক সপ্তাহ বিশ্রাম খুব ভালো...এই বয়সে ভালোই আছি।
খেলাটির প্রতি এখনো আমার ভালোবাসা রয়েছে। ভয়ের কোনো কারণ নেই এখনই কোনো ঘোষণা দিচ্ছি না। এখন পর্যন্ত সব কিছু ঠিক আছে।’
অথচ সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার আগেও গুঞ্জন উঠেছিল টুর্নামেন্ট শেষেই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিতে পারেন কোহলি। কেননা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরেই সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় জানিয়েছিলেন তিনি।
তবে চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার পর একই পথে হাঁটেননি। উল্টো দর্শক-সমর্থকদের সঙ্গে আরেকটি বিশ্বকাপ জয়ের ইচ্ছেই রাখলেন কিং কোহলি।
এসএন