ঈদে আনন্দে এসেছে খানিক পরিবর্তন। বরাবরের চেয়ে এবারের ঈদ একটু অন্য রকম আইশা খানের কাছে। তার মতে, যখন থেকে আমি নিয়মিত কাজ শুরু করেছি (২০২৪ থেকে) তখন থেকে ঈদের আনন্দটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। এখন কাজ নিয়েই বেশি এক্সাইটমেন্ট কাজ করে।
এবারও তাই। কাজ নিয়ে আসা এটা আমার দ্বিতীয় ঈদ। এবার আমি আমার কাজগুলো নিয়ে যথেষ্ট তৃপ্ত, তুলনামূলকভাবে।ঈদের পরিকল্পনা হিসেবে আত্মীয়-স্বজনদের বাড়ি যাওয়া এবং সিনেমা দেখার ইচ্ছে রয়েছে বলে জানান আইশা।
কালের কণ্ঠকে এই অভিনেত্রী বলেন, পরিকল্পনা হিসেবে বলা যায় একটু ঘোরাঘুরি আর সিনেমা দেখা। এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমার লাইনআপটা খুবই ভালো। ইতিমধ্যে ‘চক্কর ৩০২’ সিনেমাটি দেখে ফেলেছি প্রিমিয়ার শোতে। এ ছাড়া বাকি যে সিনেমা রয়েছে সেগুলোর টিকিট পাব কি না জানি না।তবে যেটার টিকিট পাব সে সিনেমাটিই দেখতে যাব।
উৎসব বলতে একটা সময় তার কাছে শুধু বিয়ে বাড়ি বলেই মনে হতো। যে কারণে ঈদ পোশাকেও বিয়ে বাড়ির কথা মাথায় রাখতেন আইশা। ঈদে কী পোশাক পরতে পছন্দ করেন, এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ঈদের জন্য সব সময় আমি এমন পোশাকই নিতাম যেটা কোনো একটা উৎসবে পরা যায়। ছোটবেলায় উৎসব বলতে শুধু বিয়ে বাড়ি ছিল।
সারা বছর যা-ই পরি না কেন বিয়ে বাড়িতে একটু ভিন্ন কিছু পরতে হবে। সেই প্র্যাকটিসটা এখনো আছে। যদিও একটা সময়ের পর থেকে বিয়ে বাড়িতে কম যাওয়া হয়, এখন যেহেতু বিভিন্ন ইভেন্টে অংশ নিতে হয় ওটা মাথায় রেখেই ঈদের কাপড়গুলো বাছাই করি।
‘দাদুর হাতের রান্না করা পোলাও, মায়ের হাতের বানানো কাবাব, বড় মামির হাতে বানানো কাবাব এবং মামান্টির হাতে রান্না করা রোস্ট- এই চারটা খাবার আমার খুবই প্রিয়, আমাকে খেতেই হয়।’- ঈদের প্রিয় খাবারের তালিকায় এগুলো যেন নাহলেই নয়, এমনটাই বললেন আইশা।
ঈদ উৎসবে সালামি দেওয়ার চেয়ে নিজে পান বেশি। তবে কিছু বিষয় মিস করেন খুব। আইশা খান বলেন, ‘আমার পরিবারে যেহেতু আমার পরে ছোটদের সংখ্যা কম তাই সালামি দেওয়ার চেয়ে আমার পাওয়াই হয় বেশি। তবে এখনের চেয়ে আমার কাছে ছোটবেলায় পাওয়া সালামিগুলোই মধুর মনে হয়।
এখন তো পাঁচ শ কিংবা এক হাজার টাকার চকচকে নোট পাওয়া যায় কিন্তু ওই সময় দুই টাকা কিংবা পাঁচ টাকার বান্ডিল পেতাম, যেটা মোট করলে পঞ্চাশ অথবা এক শ টাকা হতো। ওই সময়টা খুব মিস করি, ওই সময়ের সেই খুচরা টাকার বান্ডিলগুলোকেও মিস করি খুব। ছোটবেলায় আত্মীয়দের থেকে যে টাকাটা সালামি পেতাম সেটা আমার আম্মু নিয়ে রেখে দিত, বলত পরে যখন তোমার লাগবে তখন দেব। কিন্তু সেই সালামির টাকাগুলো আমি আজও পাইনি... হাহাহা।’
এমআর/এসএন