সবচেয়ে সুন্দরী মেয়েটি আমার গার্লফ্রেন্ড : ধাওয়ান

ভালোবেসে বিয়ে করেছিলেন নিজের চেয়ে বছর দশেকের বড় আয়েশা মুখোপাধ্যায়কে। যদিও সম্পর্কটা টেকেনি খুব বেশি দিন। ২০২৩ সালেই আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে আইনি বিচ্ছেদ হয় ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানের। ২০২০ সাল থেকেই আলাদা থাকছিলেন তারা। বিচ্ছেদের পরপরই এই ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বিভিন্ন নারীর সম্পর্ক নিয়ে শোনা গেছে নানা জল্পনা।
 
এবার নতুন গুঞ্জন। ভারতীয় গণমাধ্যম বলছে, নতুন সম্পর্কে জড়িয়েছেন শিখর ধাওয়ান। ক্রিকেটকে বিদায় বলেছেন আগেই। ইদানিং কমেন্ট্রি বক্সে নিয়মিত দেখা যায় তাকে। গুঞ্জন উঠেছে, এক বিদেশিনীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ভারতীয় দলের সাবেক ওপেনার। এক অনুষ্ঠানে নিজেই ফাঁস করে দিয়েছেন প্রেমের গল্প।
 
সম্পর্কের গুঞ্জনটা শুরু হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারত বনাম বাংলাদেশ ম্যাচের সময়। দর্শক আসনে শিখরের সঙ্গে দেখা যায় এক সুন্দরী এক নারীকে। সোনালি চুলের ওই নারী কে, তখন থেকেই শুরু হয়ে যায় গুঞ্জন। ওই ভিডিওটি পরে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পরে জানা যায় সেই নারীর নাম সোফি শাইন। আয়ারল্যান্ডের বাসিন্দা। সব জল্পনা ধাওয়ান নিজেই উড়িয়ে দিয়ে সম্পর্কের কথা প্রকাশ করলেন কার্যত। চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ম্যাচের ভাইরাল ভিডিও সম্পর্কে এক অনুষ্ঠানে তাকে জিজ্ঞাসা করা হয়, তার নতুন প্রেমিকার নাম কী?

ধাওয়ান প্রথমে একটু দ্বিধা করেছিলেন। পরে অবশ্য হাসতে হাসতে বলেছেন, ‘আমি কোনও নাম বলব না। তবে এই ঘরে উপস্থিত সবচেয়ে সুন্দরী মেয়েটিই আমার গার্লফ্রেন্ড।’ ঠিক সেই মুহূর্তেই অনুষ্ঠানের ক্যামেরাম্যান সেই রহস্যময় নারীর দিকে ক্যামেরা ঘোরান। যাকে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ধাওয়ানের সঙ্গে সেই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল।
 
প্রসঙ্গত, সাবেক স্ত্রী আয়েশার সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেও তাদের একটি পুত্র সন্তানও আছে। আদালতের রায়ে সেই সন্তানের দায়ভার শিখর পাননি। পেয়েছেন তার প্রাক্তন স্ত্রী আয়েশা। নিজের ১১ বছরে সন্তানকে প্রতি মুহূর্তে মিস করেন শিখর। এক সাক্ষাৎকারে ধাওয়ান বলেছেন, ‘আমি আমার ছেলের সঙ্গে দুই বছর হল দেখাই করতে পারিনি। গত বছর কথা পর্যন্ত বলিনি। আমি ওকে প্রতি মুহূর্তে মিস করি।’


এমআর/এসএন


Share this news on: